আসন্ন পুরভোট। মানুষকে পাশে পেতে তাই নিজেদের মত করে প্রচার শুরু করল ডান-বাম দুই তরফেই। বাসিন্দাদের কাছে টানতে জনসেবার মতো কর্মসূচি হাতে নিয়ে পুরভোটের প্রচার শুরু করল তৃণমূল। রবিবার বালুরঘাটে বাসিন্দাদের নিয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে তৃণমূল। পুরসভার ক্ষমতা ধরে রাখতে মরিয়া আরএসপি শুরুতে ঘর-গোছানোর উপর জোর দিয়ে ময়দানে নেমেছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কৌশল নিয়েছে এই বাম শরিক। আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী বলেন, “বালুরঘাটে মানুষ শান্তিপ্রিয়। এখানে সেই শান্তি বজায় রয়েছে। শহরের মানুষ আমাদের ক্ষমতায় এনেছেন। আমরা আশাবাদী।”
তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেছেন, “মানুষ উন্নয়ন দেখতে চান। দীর্ঘ দিন বালুরঘাটে ক্ষমতায় থেকে আরএসপি পরিচালিত পুরসভা শহরবাসীকে পানীয় জল সরবরাহ থেকে রাস্তাঘাট, নিকাশির মতো পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দিতে পারেনি। দু’বছরে জেলায় উন্নয়নের জোয়ার এসেছে। মানুষ তা দেখে পঞ্চায়েতে রায় দিয়েছেন পুরভোটে তা দেবেন।” আগামী ২১ সেপ্টেম্বর রাজ্যের ১২টি পুরসভার সঙ্গে বালুরঘাট পুরসভার ভোট হবে। ১৬ অগস্ট পুরভোটের বিজ্ঞপ্তি জারি হবে। ওইদিন বালুরঘাটে প্রার্থী মনোনয়ন শুরু হবে বলে মহকুমা শাসক সুদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন। এরই মধ্যে বালুরঘাটে যুযুধান দুই দল আরএসপি এবং তৃণমূল প্রার্থী বাছাইয়ের পাশাপাশি প্রচার অভিযান শুরু করে দিয়েছে। এ দিন বালুরঘাট শহরের ললিতমোহন আদর্শ হাইস্কুলে জেলা যুব তৃণমূলের উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা শিবির হয়েছে। সেখানে বাসিন্দাদের মধ্যে ওষুধ বিলিও হয়। শিবিরে ডায়াবেটিস, ইসিজি পরীক্ষা থেকে নানা রোগ নির্ণয় করে রোগীদের পরামর্শ দেন চিকিত্সকেরা। বালুরঘাট পুরসভার ২৩ ওয়ার্ডের মধ্যে ১৭টি আরএসপির দখলে। সিপিএমের দখলে রয়েছে ৫টি ওয়ার্ড। ১টি ওয়ার্ড কংগ্রেসের দখলে পরে এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। বালুরঘাটে ২টি ওয়ার্ড বেড়েছে ২৫টি ওয়ার্ড। গত শনিবার শহরের ভোটার তালিকা প্রকাশ হয়েছে। টানা ৩২ বছর ধরে বালুরঘাট পুরসভা একক ভাবে আরএসপির দখলে। বালুরঘাটে এত কাল সিপিএমের সঙ্গে লড়ে আরএসপি পুরবোর্ড দখলে রেখেছিল। এ বার পঞ্চায়েত ভোটে জেলায় আরএসপি ভাল ফল করেনি। সেখানে পুরভোটে দল ঘুরে দাঁড়াতে পারবে কি না তা নিয়েই ব্যস্ত দলের নেতারা। আসরে নেমেছেন খোদ প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীও। এদিন বালুরঘাটের নাট্য মন্দির মঞ্চে আরএসপি-র একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রের খবর, এই সভায় পঞ্চায়েতের ব্যর্থতা ঝেড়ে ফেলে দলের কর্মীদের শহরে প্রতিটি বাড়িতে গিয়ে আড্ডার ছলে প্রচার এবং তাঁদের মনোভাব বুঝে নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। দলের জেলা সম্পাদক বিশ্বনাথবাবু জানিয়েছেন, পুরভোট সামনে রেখে ১৭ অগস্ট বামফ্রন্টের পক্ষ থেকে বালুরঘাটে অনুষ্ঠিত হবে কর্মীসভা। |