টুকরো খবর
কেন্দ্রকে দায়ী করলেন নিরুপম
দার্জিলিঙের বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন প্রাক্তন শিল্পমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য নিরুপম সেন। রবিবার জলপাইগুড়ি সিপিএম জেলা পার্টি অফিসে তিনি বলেন, “তেলঙ্গনা রাজ্য ঘোষণাই দেশের বিভিন্ন প্রান্তকে উত্তপ্ত করে তুলেছে। যতটা চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন ছিল, তা করা হয়নি। নির্বাচনী স্বার্থের দিকে তাকিয়েই এই রাজ্য গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তা কখনই চাই না। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জন্যেই উত্তরবঙ্গ, অসাম উত্তপ্ত হয়ে উঠছে।” পাশাপাশি রাজ্য সরকারেরও সমালোচনা করে নিরুপমবাবু বলেন, “রাজ্য সরকার যে ভাবে দার্জিলিঙের সমস্যা মোকাবিলা করতে চাইছে, তাও সঠিক নয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে, সংঘাতের রাস্তায় যাওয়া হচ্ছে। আগে দার্জিলিঙের সাফল্যের কথা যেভাবে প্রচার করা হয়েছিল তা অন্তসারশূন্য। আলোচনা না করে বিরোধের রাস্তায় যাওয়া হচ্ছে। সমতলও উত্তপ্ত হয়ে উঠছে। কেন্দ্র, রাজ্য সরকার, এবং গোর্খা জনমুক্তি মোর্চা আলোচনায় বসুন। রাজ্যের দলগুলির সঙ্গে পরামর্শ করে সমাধানসুত্র বার করা হোক। সংঘাতের পথ ঠিক নয়।” বাম আমলেও দার্জিলিং আন্দোলনের প্রসঙ্গে নিরুপমবাবু বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছিলাম। জিএনএলএফ ক্ষমতায় এসেছিল।” সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদ বামেদের দখলে যাওয়ার প্রসঙ্গে নিরুপমবাবু বলেন, “জেলায় আমরা বিধানসভা ভোটের থেকেও ফল ভাল হয়েছে। স্থানীয় সমস্যা উপলব্ধি করে আন্দোলনের পথে যাব।”

পরিষেবায় ক্ষোভ
বিএসএনএল-এর ব্রড ব্রাণ্ডের পরিষেবা নিয়ে তিতিবিরক্ত ফালাকাটার গ্রাহকেরা। প্রায় দু’মাসের বেশি সময় ধরে ব্রড ব্র্যাণ্ড পরিষেবা পেতে সমস্যা শুরু হয়েছে বলে অভিযোগ। ফি মাসে ব্রড ব্যাণ্ডের বিল মেটালেও যথাযথ পরিষেবা মেলে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা। তাদের অভিযোগ, ‘দেখছি’, ‘দেখব’ করে বিএসএনএল কর্তৃপক্ষ দায় সারছেন। যদিও বীরপাড়ার বিএসএনএলের মহকুমা আধিকারিক শ্যামল তালুকদার অবশ্য বেহাল পরিষেবার বিষয়টি মানতে চাননি। তিনি বলেন, “কেন্দ্রীয় সার্ভারের কিছু যান্ত্রিক গোলোযোগের কারণে কিছু সময় পরিষেবা ব্যাহত হয়। স্থানীয় স্তরে কোন ত্রুটি নেই। দু’মাসের মধ্যে কোনও গ্রাহক এবিষয়ে কোনও অভিযোগ করেননি। পঞ্চায়েত নির্বাচনেও যথাযথ পরিষেবা দেওয়া হয়েছে।” পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ফালাকাটার বিডিও কৃষ্ণকান্ত ঘোষ বলেন, “ব্রড ব্রাণ্ডের উপর ভরসা না করে নির্বাচনী প্রক্রিয়া চালানো হয়েছে। ব্রড ব্রান্ড পরিষেবা নিয়ে আমরা খুবই বিরক্ত। সারা মাসে ৭-৮ দিন ছাড়া বাদ বাকি সময় পরিষেবা ঠিক মত মেলেনি।” শুধু সরকারি কর্তারাই নন সাধারণ গ্রাহকরাও পরিষেবা নিয়ে তাঁদের অভিযোগ জানিয়েছেন। এক স্কুলের শিক্ষক অভ্রজ্যোতি গুহ বলেন, “কর্তৃপক্ষ কেন পরিষেবা দেবার ক্ষেত্রে এতটা উদাসীন বুঝতে পারছি না।”

জল সংরক্ষণ নিয়ে প্রচার
জল সংরক্ষণ নিয়ে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর সচেতনতা প্রচার অভিযান চলছে। রবিবার শিলিগুড়ি পুরসভার ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডে প্রচার অভিযান চালান তারা। ১২ নম্বর ওয়ার্ডটি মেয়রের। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম মিত্র। পুরসভার পানীয় জলের ট্যাপকলের ধারে, বহুতলের প্রবেশ পথে, মন্দির চত্বরে এ দিন ওই ধরনের প্রচার বোর্ড লাগান হয়। আবেদন করা হয় ‘জল অপচয় করবেন না। অন্যকেও তা থেকে বিরত করুন।’ ন্যাফের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, শীঘ্রই জনস্বাস্থ্য এবং কারিগরি দফতর, পূর্ত দফতর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের নিয়ে জলের অপচয় বন্ধ করতে এবং জল সংরক্ষণের উদ্দেশ্যে বৈঠক ডাকবেন। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, “এক বছর ধরে সংগঠনের তরফে এই প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরসভার ১৭টি ওয়ার্ডে প্রচার অভিযান হয়েছে।”

তল্লাশি চালিয়ে মোটরবাইক উদ্ধার
রবিবার ভোরে ডুয়ার্সের কামাখ্যাগুড়ি লাগোয়া অসম সীমান্তে অভিযান চালিয়ে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এদিন ভোরে দুই পাচারকারী অসমের দিকে বাইক নিয়ে যাওয়ার সময় হানা দিলে বাইক ফেলে তারা পালিয়ে যায়। অসমসীমান্ত লাগোয়া ঘোড়ামারা এলাকায় অভিযান চালানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিন উদ্ধার করা বাইকটি নিয়ে গত ১০ মাসে ৫টি চোরাই বাইক উদ্ধার করে ৪ পাচারকারিকে গ্রেফতার করছে পুলিশ। ধৃত পাচারকারিদের সূত্রে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুরসভায় আয়
শিবির করে ‘নামজারির’ কাজ করে এক দিনে পুরসভার আয় হল ১৩ লক্ষ ৭৪ হাজার ৬৫৩ টাকা। রবিবার ৫ টি বরো অফিসে সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই ক্যাম্প চলে। আগেও তিন দিনের এই শিবির করে পুরসভা প্রায় ৫০ লক্ষ টাকার বেশি আয় করেছিল। পুরসভার মেয়র পারিষদ সুজয় ঘটক বলেন, ‘‘এভাবে সম্পত্তির নামজারি করার ক্ষেত্রে বাসিন্দাদের সুবিধে হচ্ছে। তাঁরা সহজে বাড়ি বা জমির মালিকানার নথি পেয়ে যাচ্ছেন।”

দাবা আকাদেমি
দাবা অ্যাকাদেমি গঠন করা হল মালবাজারে। ক্ষুদিরামের আত্মবলিদান দিবস উপলক্ষ্যে রবিবার মালবাজারে রবিবার দিশা নামে একটি সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানেই দাবা আকাদেমির উদ্বোধন হয়। জলপাইগুড়ি জেলা দাবা সংস্থার সম্পাদক আনন্দ রাই আকাদেমির উদ্বোধন করেন। প্রতি সপ্তাহে এক দিন দাবা প্রশিক্ষণের ক্লাস হবে বলে জানা গিয়েছে।

অপহরণে গ্রেফতার
নাবালিকা অপহরণের মামলায় এক ব্যক্তিকে ধরল নকশালবাড়ির পুলিশ। শনিবার রাতে মহম্মদ হাফিজ নামে বিহারের বাহাদুরগঞ্জের বাসিন্দা এই ব্যক্তিকে তার বাড়ি থেকে ধরে পুলিশ। রবিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.