নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া এক মহিলার দেহ উদ্ধার হল এক দিন পরে। শনিবার দুপুরে পাত্রসায়র থানার ভেটিয়া গ্রামে শালি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান সাগরী বাগদি (৪৫) নামে ওই গৃহবধূ। রবিবার দুপুরে ইন্দাস থানার সোমসারের মাঝের মানা থেকে স্থানীয় বাসিন্দারা তাঁর দেহ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা শনিবার দিনভর নদীতে জাল ফেলেও তাঁর কোনও হদিশ পাননি।” এ দিন সকালেও গ্রামের মানুষ নদীতে জাল ফেলে ফের তল্লাশি শুরু করেন। পরে তাঁরা খবর পান ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দেহটি উদ্ধার করা হয়েছে। পাত্রসায়রের বিডিও অপূর্বকুমার বিশ্বাস বলেন, “শালি নদীর জলে ভেসে যাওয়া মহিলার দেহ এ দিন উদ্ধার হয়েছে। দেহটির ময়নাতদন্ত করা হবে।” সাগরীদেবীর স্বামী ও তিন ছেলে রয়েছেন। তাঁর স্বামী ভরত বাগদির আক্ষেপ, “নদীতে প্রতিদিনই স্নান করতে যেত সাগরী। এমন ঘটনা ঘটবে তা কে জানত।”
|
ব্যাঙ্কে ঢুকে সিসিটিভি-র ক্যামেরার মুখ ঢেকে দিয়ে চুরির চেষ্টা করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বান্দোয়ানের কুচিয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঘটনা পরের দিন জানা যায়। ব্যাঙ্কের কর্মীরা জানান, জানলা ভেঙে ব্যাঙ্কে ঢুকে আলমারি ও ভল্ট ভাঙার চেষ্টা করে দুষ্কৃীতারা। তবে কিছু চুরি যায়নি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ শুরু করা হয়েছে। |