বিশ্ব চ্যাম্পিয়নশিপে চিনা চ্যালেঞ্জ সামলেছেন প্রায় অনায়াসে। এ বার দেশের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার সাইনা নেহওয়ালের চ্যালেঞ্জ নিতে তৈরি হায়দরাবাদের ‘নতুন সাইনা’ পি ভি সিন্ধু। গুয়াংঝৌ থেকেই সিন্ধু বলে দেন, “ব্রোঞ্জ পদক পেয়ে রোমাঞ্চিত। এর পরের টার্গেট আগামী দু’সপ্তাহ ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে দারুণ পারফর্ম করা। আমি সাইনার বিরুদ্ধে খেলতে প্রস্তুত। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। আশা করছি ম্যাচটা জমবে।”
হায়দরাবাদের দুই প্লেয়ারের টক্কর নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। আইবিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির প্লেয়ার সিন্ধুর সঙ্গে হায়দরাবাদ হটশটস-এর সাইনার টক্কর হতে পারে ১৫ আগস্ট দিল্লিতে। জাতীয় কোচ পুল্লেলা গোপীচন্দ দুই ছাত্রীর মুখোমুখি লড়াই নিয়ে খুব বেশি মুখ খোলেননি। শুধু বলেছেন, “এই ম্যাচ নিয়ে খুব একটা চিন্তা করছি না।” সিন্ধুকে কিন্তু গুয়াংঝৌয়ে ব্রোঞ্জ জেতায় প্রবল আত্মবিশ্বাসী লাগছে। বলে দিচ্ছেন, “আইবিএলের জন্য উত্তেজনায় ফুটছি। কঠিন টুর্নামেন্ট। তবে আমি সব গ্রেট প্লেয়ারের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি।” |
গুয়াংঝৌয়ে সিন্ধুর ঘাতক তাইল্যান্ডের রাতচানক ইন্তানন-ই শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হলেন। রবিবার ফাইনালে তিনি ২২-২০, ১৮-২১, ২১-১৪ হারান অলিম্পিক চ্যাম্পিয়ন এবং শীর্ষবাছাই চিনের লি জুয়েরুই-কে। ১৮ বছর বয়সি রাতচানক বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মেয়েদের সিঙ্গলসে চিনের শেষ ন’বছর খেতাব জয়ের মহাদাপট শেষ করলেন। তবে মেয়েদের দাপট থামলেও পুরুষদের সিঙ্গলসে চিনের দাপট অব্যহত। এই নিয়ে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কৃতিত্ব দেখালেন চিনের লিন ডান। ফাইনালে ডান যাঁকে হারালেন মালয়েশিয়ার লিং চং উই ক’দিন পরেই এ দেশে আসবেন আইবিএলে সুনীল গাওস্করের মুম্বই মাস্টার্সের হয়ে খেলতে। এদিকে, পিভি সিন্ধু-কে ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা। |