টুকরো খবর
দুঃস্থ মেধাবী পড়ুয়াদের সাহায্য
কেউ প্রথম প্রজন্মের পড়ুয়া। কেউ প্রচণ্ড আর্থিক অনটনেও ভাল রেজাল্ট করে দেখিয়েছেন। বীরভূমের শতাধিক দুঃস্থ মেধাবী পড়ুয়ার পাশে দাঁড়াল সিউড়ির সংস্থা ‘নতুন সকাল’। রবিবার সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করে নানা প্রান্তের ১০২ জন ছাত্রছাত্রীর পাঠ্যপুস্তক ও পড়াশোনার সরঞ্জাম দেওয়া হয়। গত কয়েক বছর ধরে ওই সংস্থা এই কাজ করে আসছে। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নারায়ণচন্দ্র ভট্টাচার্য, সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষ, সংস্থার সভাপতি অমিয় মণ্ডল প্রমুখ। স্বপনবাবু ওই সংস্থাকে সাধ্যমতো সাহায্যের আশ্বাস দিয়েছেন। শিবনাথবাবুরাও এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি আশ্বাস দিয়েছেন পাশে থাকারও। অনুষ্ঠানে সারেন্ডা গ্রামের ভৈরব মাল (ইংরেজিতে স্নাতক স্তরের ছাত্র), বলিহারপুরের সীমা মিস্ত্রি (সংস্কৃত স্নাতক স্তরের ছাত্রী), শুভম দাসদের (ইংরেজিতে স্নাতক স্তরের ছাত্র) মতো পড়ুয়াদের হাতে সাহায্যের সামগ্রীগুলো তুলে দেন। ‘নতুন সকাল’-এর সম্পাদক মানিক দাস বলেন, “জেলার নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য।”

নানুরে খুন
নমাজ সেরে বাড়ি ফেরার পথে খুন হলেন তৃণমূল সমর্থক। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ নানুরে পোশলা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, পেশায় চাষি নিহত শেখ সোলেমান (৩০) বাড়ি পোশলা গ্রামেই। ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোলেমান এক সময় সিপিএমের সমর্থক ছিলেন। গত বিধানসভা নির্বাচনের পরে তিনি তৃণমূলে যোগ দেন। ওই দিন হেঁটে বাড়ি ফেরার সময়ে দুষ্কৃতীরা বোমা, বন্দুক নিয়ে তাঁর উপরে চড়াও হয়। জখম ওই রাতেই বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে তাঁকে পাঠানো হয়। রবিবার সেখানেই মৃত্যু হয় সোলেমানের। তৃণমূলের নানুর ব্লক কার্যকরী সভাপতি অশোক ঘোষ বলেন, “সোলেমান সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছিল। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা বলে জানতে পেরেছি।” অভিযুক্তদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

বোমাবাজি, আটক
রবিবার তল্লাশি চালিয়ে কাঁকরতলা থানার বাড়রা গ্রাম থেকে ১৫০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে এলাকার দুই তৃণমূল নেতা শেখ জয়নাল ও উজ্জ্বল হক কাদেরির মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এর জেরে এলাকায় বোমাবাজি হচ্ছে। কে কী ব্যাপারে এলাকায় ঝামেলা চলছে, তা জানতে পুলিশ ওই নেতা-সহ ৭ জন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বোমা উদ্ধারের পরেই ওই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা আটক রয়েছেন। তৃণমূলের ব্লক সভাপতি অশোক মুখেপাধ্যায় বলেন, “ওই দুই নেতকে সতর্ক করা হয়েছিল। তার পরেও বোমাবাজি হয়েছে। তবে পুলিশ আলোচনার নামে তাঁদের আটক করার ঘটনার নিন্দা করছি।”

যুবক গ্রেফতার
এক নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাতে সিউড়ি থানা এলাকার ঘটনা। ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার মঞ্জু আনসারি নামে ওই যুবককে ধরে পুলিশ। আজ, সোমবার ধৃতকে সিউড়ি আদালতে হাজির করানো হবে। ফাঁসানো হয়েছে বলে দাবি ওই যুবকের।

জখম দুই
নির্মীয়মাণ অনুষ্ঠান বাড়ির সিঁড়ি ভেঙে যাওয়ায় জখম হলেন দু’জন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ১২ নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের অভিযোগ, এই বাড়ি নির্মাণের প্রথম দিন থেকেই কাজের মান নিয়ে আপত্তি জানানো হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.