প্রথমে বাদল সরকার। এ বার বিনোদিনী দাসী। নাট্য জগতের বিশিষ্টদের থিম করে নাট্য উত্সবের আয়োজন সাড়া ফেলেছে জেলার নাট্যপ্রেমীদের কাছে। ইতিমধ্যেই এক বছর ধরে বিশিষ্ট নাট্যকার বাদল সরকারের নাটক নিয়ে মেতে উঠেছে ‘বীরভূম আনন’ নাট্য সংস্থা। সেই রেশ কাটতে না কাটতেই অভিনেত্রী বিনোদিনী দাসীকে হাজির করল সিউড়ির ইয়ং নাট্য সংস্থা। |
‘অনুভবে বিনোদিনী’ নাটকের একটি দৃশ্য।—নিজস্ব চিত্র। |
বিনোদিনীদেবীর জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে তিন দিনের একটি নাট্য উত্সবের আয়োজন করেছে সংস্থা। শনিবার উত্সবের প্রথম দিন সিউড়ির সিদো-কানহু মঞ্চে অভিনীত হয়েছে ‘অনুভবে বিনোদিনী’ নাটকটি। রবিবারও একই নাটক মঞ্চস্থ হয়েছে। ওই নাটকে ৪০ জন অভিনয় করছেন। উত্সব উপলক্ষে আজ, সোমবার বিনোদিনী দাসীকে নিয়ে স্থানীয় শ্রীরামকৃষ্ণ সভাগৃহে একটি সেমিনারের আয়োজন করেছে ওই নাট্য সংস্থা। বিনোদিনী উত্সবে জেলার ১৫ জন অভিনেত্রীকে বিনোদিনী সম্মান দেওয়া হয়। পরপর দু’টি এমন চমকপ্রদ উদ্যোগ দেখে নাটক নিয়ে ফের মেতে উঠতে উত্সাহ দেখাচ্ছেন অনেকেই।
|
এ বারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করল সিউড়ির ‘রাঢ় সৃজনী’। গত শুক্রবার স্থানীয় সত্যপ্রিয় ভবনে তা অনুষ্ঠিত হয়। |