জেলা কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা এবং ৬ জন কাউন্সিলারকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিতে কলকাতায় গেলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু। শনিবার সকালে তাঁরা কলকাতায় পৌঁছন। আজ রবিবার, বীরেনবাবু সকলকে নিয়ে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন। সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা। কলকাতায় চলে গিয়েছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষও। বীরেনবাবু-সহ কোচবিহার পুরসভার ৭ কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিলে টানা দেড় দশকের বেশি সময় ধরে কংগ্রেসের দখলে থাকা এই পুরবোর্ড তৃণমূলের দখলে চলে যাবে। বীরেনবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হতেই আমরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জেলা কংগ্রেসের কয়েকজন পদাধিকারীও তৃণমূলে যোগ দিতে কলকাতা এসেছেন।”
জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী অবশ্য বলেন, “পরিস্থিতির দিকে নজর রাখছি। তবে এখনও কারও পদত্যাগপত্র পাইনি। কারা তৃণমূলে যোগ দিলেন সে সব নিয়ে নিশ্চিত না হয়ে কোনও মন্তব্য করব না।” বীরেনবাবু জানান, পরে জেলা কংগ্রেস সভাপতিকে ফ্যাক্স করে তাঁরা পদত্যাগ পত্র পাঠিয়ে দেবেন।
১৯৯৫ সাল থেকে কংগ্রেস কোচবিহার পুরসভার ক্ষমতায় রয়েছে। বীরেনবাবুই চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। ২০১০ সালে পুরভোটে পুরসভার ২০টি আসনের মধ্যে কংগ্রেস ৮টি আসন পায়। তৃণমূলের ৩ কাউন্সিলরের সমর্থন নিয়ে কংগ্রেসই বোর্ড গঠন করে। সম্প্রতি এক কাউন্সিলরের মৃত্যুর পরে পুরবোর্ডে কংগ্রেস কাউন্সিলরের সংখ্যা দাঁড়িয়েছে ৭। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবু বলেন, “রবিবার রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কলকাতায় বীরেনবাবুরা দলে যোগ দেবেন। বীরেনবাবুই পুরসভার চেয়ারম্যান থাকবেন।” |