ব্যাটে টেপ লাগানোর জন্য ক্রিকেটারদের তিনি দোষ দিচ্ছেন না। কিন্তু হটস্পটের আবিষ্কারক ওয়ারেন ব্রেনেনের মনে হচ্ছে, ব্যাটে ‘প্রোটেক্টিভ কোটিং’ বসানো বন্ধ না হলে হটস্পটকে নিখুঁত করা যাবে না।
ওল্ড ট্র্যাফোর্ডে কেভিন পিটারসেনের ব্যাটের সিলিকন টেপ লাগানো নিয়ে তীব্র বিতর্ক বেধে গিয়েছিল ক্রিকেট বিশ্বে। কারণ পিটারসেনের খোঁচা ধরতে পারেনি হটস্পট। অ্যাসেজের তৃতীয় টেস্টের পর ব্রেনেনের সংস্থা বিবিজি নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, ব্যাটে টেপ থাকলে হটস্পটে কিছু ধরা পড়ছে না। এ ব্যাপারে আইসিসি-র কাছে একটি প্রেজেন্টেশনও পেশ করেন ব্রেনেন। “বিবিজি স্পোর্টস পরীক্ষা করে দেখেছে যে অধিকাংশ ব্যাটে সুরক্ষার জন্য কোটিং বা টেপ ব্যবহার হয়। আশ্চর্যের হচ্ছে এই কোটিং ব্যাটের কানার অর্ধেকটা ঢাকতে পারে। পুরোটা নয়”, এক বিবৃতিতে বলেছেন ব্রেনেন। সঙ্গে তাঁর আরও মন্তব্য, এই ধরনের টেপ বা কোটিং ব্যাটে থাকলে তা হটস্পটের ‘থার্মাল সিগনেচার’-কে প্রভাবিত করে। “হটস্পটকে নিখুঁত করতে গেলে সবার আগে প্রয়োজন ব্যাটের কানা থেকে এ ধরনের কোটিং সরানো। গত তিন দিন ধরে আমরা আধুনিক ক্রিকেট ব্যাট নিয়ে পরীক্ষা করে এ ব্যাপারটা ধরতে পেরেছি।”
কিন্তু হটস্পট আবিষ্কারকের টেপ ওড়ানোর প্রস্তাব শেষ পর্যন্ত বাস্তবায়িত করা যাবে কি না, তা নিয়ে ধন্ধে ব্যাট প্রস্তুতকারক সংস্থারা। তাদের বক্তব্য, ব্যাটের টেপ বসানোর অভ্যাস আজকের নয়। গত এক দশক ধরেই এটা চলছে। সবচেয়ে বড় কথা, টেপ বসানো থাকলে তা ব্যাটের কাঠকে বাঁচায়। ব্যাট সেক্ষেত্রে টেকেও অনেক দিন। এখন দেখার, আইসিসি শেষ পর্যন্ত ব্যাপারটাকে নিয়ে কী করে। |