সাদা কাগজে গণেশ মুর্মুর বাবা যাদব মুর্মুর টিপছাপ নিয়ে পুলিশ শেষমেশ যে অভিযোগটি দায়ের করে তাতে অসঙ্গতি রয়েছে বলে দাবি করলেন কলকাতার প্রাক্তন মেয়র, সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। গত রবিবার ভোরে বর্ধমানের দাঁইহাটে ঝুপড়িতে ঢুকে পড়া দুষ্কৃতীদের হাত থেকে দিদি-বোনের সম্ভ্রম বাঁচাতে গুলিতে খুন হন গণেশ। শনিবার সিপিএমের দুই সাংসদ সাইদুল ইসলাম ও অনুপ সাহা, বিধায়ক দেবলীনা হেমব্রম ও খগেন মুর্মু তার পরিবারের সঙ্গে দেখা করতে যান। বিকেলে বিকাশবাবু বলেন, “অভিযোগপত্রের বিবৃতি উদ্দেশ্যমূলক। পরে বক্তব্য সংযোজন করা হয়েছে। পুলিশ অপরাধ লঘু করার চেষ্টা করেছে।” নাট্যকার চন্দন সেন, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, কিন্নর রায় প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
পুরনো খবর: অভিযোগ সত্ত্বেও আগে কেন অধরা মোস্তাফা, ক্ষোভ
|
এক মহিলা ক্রেতার সঙ্গে এক হকারকে অভব্য আচরণ করতে দেখে এগিয়ে এসেছিলেন স্থানীয় এক ব্যবসায়ী। এর পরই ওই হকার সদানন্দ রায় নামে ওই ব্যবসায়ীর দোকানে হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধরও করা হয়। শনিবার সকালে কাটোয়া শহরের মাধবীতলায় এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। শহর জুড়ে বন্ধ হয়ে যায় দোকানপাট। মাধবীতলার বাসিন্দারা রাস্তা অবরোধ করেন।
|
ঈদ উপলক্ষে আলো দিয়ে সাজানো গেট ভাঙচুরের অভিযোগে মারামারি হল দুই পাড়ার মধ্যে। শনিবার পূর্বস্থলী ২ ব্লকের পাটুলিতে মসজিদপাড়া ও বাজারপাড়ার মধ্যে সংঘর্ষ হয়। গুলি-বোমা চলে বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ অবশ্য অস্বীকার করেছে।
|
বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া শনিবার আসানসোলে একটি কর্মী সম্মেলন করেন। এ দিন দক্ষিণবঙ্গের ৮টি জেলার সঙ্ঘ পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন হয়। সম্মেলন শেষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, ভারত ও পাক সীমানা সুরক্ষিত নয়। বর্তমান কেন্দ্রীয় সরকার পাকিস্তানের কাছে মাথা নত করছে। দার্জিলিং প্রসঙ্গে প্রবীণবাবুর বক্তব্য, “যে কোনও ব্যক্তি বা দলের গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে থেকে শান্তির মাধ্যমে আন্দোলন করা উচিত।”
|
শনিবার দুর্গাপুরে অস্বাভাবিক মৃত্যু হল রাজপতি হাজরার (৪৬)। বাড়ি শোভাপুর হাজরাপাড়ায়। এ দিন সকালে খেতে বাজ পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। |