|
|
|
|
জমির মালিকানার দাবি জানালেন ব্যবসায়ীরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জমির মালিকানার দাবি জানাল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। সম্প্রতি লিফলেট বিলি করে ব্যবসায়ীদের মতামত নিয়ে লিখিত ভাবে তা তারা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।
শুক্রবার ব্যবসায়ী সমিতির দফতরে সাংবাদিক বৈঠক ডেকে ওই দাবির বিষয়টি জানান। সেই সঙ্গে তারা এও জানিয়েছেন, অত্যাধুনিক বাজার গড়ে তুলতে হলে তাদেরকেই পুরো বাজারের মালিকানা নিখরচায় দিতে হবে। কেন না এক একটি দোকানের শরিক সংখ্যা বেড়েছে। তাতে ব্যবসায়ীদের পরিবারের চাহিদাও বেড়েছে। সেই কারণে জমির মালিকানা পেলে বিধান মার্কেটে নিজেদের জায়গায় অনেকে তারা দোতলা বা তিনতলা দোকান বানাতে চান। এসজেডিএ’র তরফে বহুতল গড়ে উন্নত বাজার গড়তে পরিকল্পনা নিলে তাই উপরের তলাগুলির মালিকানাও যাতে তাঁদের দেওয়া হয় সেই দাবি তুলেছেন। ৫ তলা বাজার তৈরি হলে একেবারে উপরের তলাটি তারা এসজেডিএ কর্তৃপক্ষকে ছেড়ে দিতে রাজি। ব্যবসায়ীদের চিঠি পেয়ে গত বৃহস্পতিবার তাদের সঙ্গে আলোচনায় বসেন এসজেডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শরদ দ্বিবেদী।
সিইও শরদ দ্বিবেদী বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে। তবে বহুতল বাজার গড়ে তোলা হলে তারা যে ভাবে অন্যান্য তলার দোকানগুলির মালিকানা চাইছেন তা দেওয়া সম্ভব নয়। সে সব নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বার আলোচনা করা হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়েই কাজ করা হবে।”
বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের অন্যতম তথা সমিতির সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সভাপতি প্রতাপচন্দ্র দাস, অভিজিৎ ঘোষরা জানান, বর্তমানে যে ভাবে জায়গা ছেড়ে বিধান মার্কেটে বিভিন্ন দোকান রয়েছে সেই নকশা মেনে কাজ করার কথাই তারা বলেছেন। তা ছাড়া যে ব্যবসায়ী সেখানে রয়েছেন নতুন করে বাজার তৈরি হলে সেই মতোই ব্যবসায়ীদের একই জায়গায় দোকান দেওয়ার দাবিও করেছেন তারা।
ব্যবসায়ী সমিতির দাবি, ১৯৬২ সালে বিধান মার্কেট চালুর সময় বাজারের মোট ৯ একর ২৭ ডেসিমল জায়গা ছিল। এখন রয়েছে ৭ এবং ২৬ ডেসিমল। বাকি জায়গার মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তিরা পেয়ে গিয়েছেন। তাই তাঁরাও জমির মালিকানর দাবি জানিয়েছেন। চিত্তরঞ্জনবাবু বলেন, “চার চলা বা পাঁচ তলা বাজার গড়ে তুললে একেবারে উপরের তলাটি ছেড়ে বাকিগুলি তলাগুলি আমাদের ব্যবসায়ীদেরই দিতে হবে। যেখানে যাঁর দোকান রয়েছে সেই মতো তার উপরের তলাগুলির দোকানও সেই ব্যবসায়ীদের দিতে হবে।” ব্যবসায়ী সমিতি সূত্রেই জানা গিয়েছে, লিফটেল বিলি করে তারা ব্যবসায়ীদের ওই দাবির বিষয়গুলি জানান, গত ৩০ জুলাইয়ের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছিল। সেই মতো তারা মতামত দিলে সমিতির তরফে তা এসজেডিএ কর্তৃপক্ষকে জানানো হয়। |
|
|
|
|
|