টুকরো খবর |
পৃথক রাজ্যের দাবিতে জুড়ে গেল কেপিপি |
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ন’বছর পরে ‘কামতাপুর পিপলস পার্টি’র সঙ্গে মিলে গেল ‘কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি’। শুক্রবার ময়নাগুড়ির মাধবডাঙ্গা-১ গ্রামের বিশ্বেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে দু’দলের কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনায় বসেন। পরে দু’দলের মিলনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নেতারা। তাঁরা জানান, পৃথক কামতাপুর রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবিতে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন গড়ে তোলার জন্যই এই সিদ্ধান্ত। দু’দলের দুই শীর্ষ নেতা নিখিল রায় এবং অতুল রায় এক সঙ্গে বলেন, “তেলঙ্গানা পৃথক রাজ্যের স্বীকৃতি পাওয়ার পরে আলাদা রাজ্যের দাবিতে উত্তর-পূর্বাঞ্চলে আন্দোলন শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তেও আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে আলাদা চলা সম্ভব নয়। তাই কামতাপুর পিপলস পার্টির নেতৃত্বে এ বার থেকে আন্দোলন হবে।” নিখিলবাবু জানান, অতুলবাবু আন্দোলনের নেতৃত্ব দেবেন। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আগামী ২১ অগস্ট মহামিছিল করে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হবে।
|
দিল্লি থেকে অপহৃত যুবতীর খোঁজ মিলল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দিল্লি থেকে অপরহরণ হওয়া যুবতীর খোঁজ মিলল শিলিগুড়িতে। শুক্রবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে দিল্লি পুলিশের একটি দল শিলিগুড়ির খালপাড়ার নিষিদ্ধপল্লি থেকে তাঁকে উদ্ধার করে। তাঁকে ৮ লক্ষ টাকার বিনিময়ে কেনার অপরাধে নূরজাহান চৌধুরি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ির সহকারী ডেপুটি পুলিশ কমিশনার আভারু রবীন্দ্রনাথ বলেন, ‘‘মেয়েটিকে উদ্ধার করতে দিল্লি পুলিশকে সাহায্য করা হয়েছে। একজনকে খালপাড়া এলাকা থেকে গ্রেফতারও করা হয়েছে।” মেয়েটির বাড়ি দিল্লির হজরত নিজামুদ্দিন থানা এলাকায়। ২০১২ এর মার্চ নাগাদ সে নিখোঁজ হয়। মেয়েটির পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। কিছুদিন আগে রায়গঞ্জ ও পরে শিলিগুড়ি এলাকা থেকে দু’বার বাড়িতে কোনওভাবে ফোন করে সে। এই ঘটনা পুলিশকে জানায় মেয়েটির দাদা। এরপরেই বৃহস্পতিবার দিল্লি থেকে রওনা হয় দিল্লির হজরত নিজামুদ্দিন থানার পুলিশ। মেয়েটি জানিয়েছে, “তাঁকে দিল্লি থেকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে শিলিগুড়িতে নিয়ে এসে ৮ লক্ষ চাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল।” তাঁকে কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। যার সঙ্গে শিলিগুড়ি এসেছিলেন ওই যুবতী তাঁর বাড়িও শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কাছে বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর খোঁজ চলছে।
|
আয় বাড়াতে কলার চাষ ভাটিবাড়িতে |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
|
ছবি তুলেছেন রাজু সাহা। |
বেশি আয়ের লক্ষ্যে ধানের পাশাপাশি কলা চাষেও উৎসাহ বেড়েছে ডুয়ার্সের ভাটিবাড়িতে। কয়েক বছর আগেও ধান চাষের পর জমি পতিত পড়ে থাকতে দেখা যেত। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চিকলিগুড়ি, থানু পাড়া, কুমারি জান, খলিসামারি সহ দশটি গ্রামের ২০০ একর জমিতে কলা চাষ হচ্ছে। ভাটিবাড়ি থেকে কামাখ্যাগুড়ি-তুফানগঞ্জ গেলে রাস্তার দুই পাশে দেখা যাবে কলা বাগান। ভাটিবাড়ির কলা যাচ্ছে অসম, মেঘালয়-সহ নানা রাজ্যে। কৃষি দফতর সূত্রে জানা গেছে, ভাটিবাড়ি এলাকায় মুলত মালভোগ কলা চাষ হচ্ছে। এ রাজ্য, প্রতিবেশী রাজ্যগুলিতে এ কলার চাহিদা আছে। ব্লক কৃষি আধিকারিক অম্লান ভট্টাচার্য বলেন, “ধান চাষের সঙ্গে যদি কলার চাষ হয়, তবে তা ভালই। কলা চাষে বেশি করে উৎসাহিত করা হচ্ছে। যে পরিমাণ জমিতে কলা চাষ হচ্ছে তাতে ধান ফলনে প্রভাব পড়ার কথা নয়।” কলাচাষি অশ্বিনী দাস সাত বিঘা জমিতে কলা বাগান করেছেন। তিনি বললেন, “আগে আমন ধান বা পাট চাষ করতাম। বেশি আয়ের জন্য কলা বাগান করেছি। সরকারি সাহায্য, কলা চাষের প্রশিক্ষণ পেলে ভাল হত।” খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যাণ পালন দপ্তর সুত্রে জানা গেছে, এক বিঘা কলা চাষ করতে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ। ফলন পেতে সময় লাগে ১৪-১৫ মাস। দফতরের জেলা আধিকারিক শুভাশিস গিরি বলেন, “কলা চাষিরা প্রশিক্ষণ বা অন্য কোন সাহায্যের প্রয়োজন হলে তার ব্যবস্থা করা যেতেই পারে। তাঁরা ঋণও পেতে পারেন। ওই এলাকার চাষিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” পঞ্চায়েতের বিদায়ী উপ প্রধান কাজল দত্ত বলেছেন, “কলা চাষের বাড়তি আয়ে আমাদের পরিবারেও স্বচ্ছলতা এসেছে।”
|
পৃথক রাজ্যের দাবিতে জুড়ে গেল কেপিপি |
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ন’বছর পরে ‘কামতাপুর পিপলস পার্টি’র সঙ্গে মিলে গেল ‘কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি’। শুক্রবার ময়নাগুড়ির মাধবডাঙ্গা-১ গ্রামের বিশ্বেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে দু’দলের কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনায় বসেন। পরে দু’দলের মিলনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নেতারা। তাঁরা জানান, পৃথক কামতাপুর রাজ্য ও ভাষার স্বীকৃতির দাবিতে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন গড়ে তোলার জন্যই এই সিদ্ধান্ত। দু’দলের দুই শীর্ষ নেতা নিখিল রায় এবং অতুল রায় এক সঙ্গে বলেন, “তেলঙ্গানা পৃথক রাজ্যের স্বীকৃতি পাওয়ার পরে আলাদা রাজ্যের দাবিতে উত্তর-পূর্বাঞ্চলে আন্দোলন শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তেও আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে আলাদা চলা সম্ভব নয়। তাই কামতাপুর পিপলস পার্টির নেতৃত্বে এ বার থেকে আন্দোলন হবে।” নিখিলবাবু জানান, অতুলবাবু আন্দোলনের নেতৃত্ব দেবেন। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আগামী ২১ অগস্ট মহামিছিল করে জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হবে।
|
ঈদে উৎসব হল না পাহাড়ে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগেকার ঘোষণা মতোই শুধু মাত্র নমাজ পড়েই এ বছরের ঈদ সারলেন বন্ধের কারণে পাহাড়ের মুসলিম সম্প্রদায়ের মানুষ। দার্জিলিঙের মসজিদে প্রায় ৫ হাজার মানুষ নমাজ পড়তে হাজির ছিলেন। আঞ্জুমান ই ইসলামিয়া কমিটির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আলি আখতার বলেন, “আমরা গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করে এ বছর ঈদ বড় আকারে পালন না করার সিদ্ধান্ত নিয়েছি।” আঞ্জুমান কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সহ সচিব বিনয় তামাং। তিনি বলেন, ‘‘আমরা সব সময় শান্তিপূর্ণ আন্দোলন করেছি। রাজ্য সরকার আমাদের সঙ্গে উগ্রপন্থীর মত ব্যবহার করেছে। যে সমস্ত অশান্তির ঘটনা দেখানো হচ্ছে ঘটেছে তা আসলে রাজ্য সরকারের ষড়যন্ত্র। আমরা সব ধর্মের প্রতি সব মানুষের প্রতি সমান সহানুভুতিশীল।” এ দিকে আগামী ১৮ অগস্ট দার্জিলিঙে সাব ইন্সপেক্টর অব পুলিশ ও সাব ইন্সপেক্টর অব পুলিশ (মহিলা) এর যে নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল তা দার্জিলিঙ থেকে সরিয়ে শিলিগুড়িতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৩ হাজার পরীক্ষার্থীকে শিলিগুড়িতে গিয়ে পরীক্ষা দিতে হবে।
|
অস্বস্তি রেলে |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ট্রেনে অসুস্থ হয়ে মারা যাওয়ার ২৪ ঘণ্টা পরে এক যাত্রীর দেহ ট্রেন থেকে নামানোর ঘটনা সামনে আসতেই বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলকর্তারা। ৬ অগস্ট গুয়াহাটি-চেন্নাই এক্সপ্রেসে উড়িশার কাছে জ্যোতি চৌহান (৩৬) নামে এক যাত্রী মারা যান। পরিবারের অভিযোগ, ট্রেনে কর্মরত রেল কর্মীদের বলার পরেও দেহটি কোনও স্টেশনে নামানোর ব্যবস্থা করা হয়নি। ২৪ ঘন্টা পরে দেহে পচন শুরু হওয়ায় মৃতদেহটি পরে নিউ আলিপুরদুয়ার স্টেশনে নামানো হয়। উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন সিনিয়র কর্মাশিয়াল ম্যানেজার অলোকানন্দ সরকার বলেন, “ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সহযাত্রীরা ট্রেনের গার্ডকে মৃতদেহ নিয়ে বলায় শেষে দেহটি নামানো হয়। আগে কেন তা করা হয়নি তা দেখা হচ্ছে।” ৫ অগস্ট চেন্নাইয়ের বাসিন্দা সুদর্শন চৌহান, স্ত্রী জ্যোতি ও মেয়ে অঞ্জলিকে নিয়ে হোজাইতে শ্বশুরবাড়ি রওনা হন। রেল পুলিশ জানাচ্ছে, জ্যোতি দেবীর কিডনি ও হার্টের সমস্যা ছিল। ৬ অগস্ট ওড়িশার বেরহামপুর স্টেশনের কাছে জ্যোতিদেবী অসুস্থ হন। রাতে তিনি মারা যান। এর পরে রেলকর্মীদের বলা হলেও দেহ নামানোর ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
|
রেল পরিষেবা বাড়াতে কমিটি |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ডুয়ার্সে রেলের সামগ্রিক পরিষেবা বৃদ্ধির দাবিতে ডুয়ার্সের ১২টি সংগঠন মিলে তৈরি করল ডুয়ার্স রেল বাঁচাও কমিটি। গত বৃহস্পতিবার কমিটির সদস্যরা এক্সপ্রেস ট্রেনগুলির নিউ মাল জংশনে স্টপ চেয়ে আলিপুর দুয়ারের ডিআরএমের সঙ্গে বৈঠক করেন। সংগঠনের তরফে ডিআরএমকে স্মারকলিপিও দেওয়া হয়। পাশাপাশি হাতি মৃত্যুরোধে বিজ্ঞানসম্মত পন্থা গ্রহণের দাবি করে ডুয়ার্স রুট দিয়ে যাতে ট্রেন না কমানো হয় সেই আর্জি জানানো হয়েছে। আদিবাসী বিকাশ পরিষদ, ওদলাবাড়ি উন্নয়ন কমিটি, সিনিয়র সিটিজেন ফোরাম, মার্চেন্ট অ্যাসোসিয়েশনর মতো সংগঠনগুলি কমিটিতে যোগ দিয়েছে। আলিপুর দুয়ারের ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “মালবাজার এলাকায় স্টপের যৌক্তিকতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে সমীক্ষা হবে।” কমিটি আহ্বায়ক শান্তিরঞ্জন ভট্টাচার্য এবং তেজকুমার টোপ্পো জানান, মালবাজার মহকুমায় ৫৪টি বাগানে তিন লক্ষাধিক বাসিন্দা থাকেন। পাশাপাশি দার্জিলিং জেলার কালিম্পং মহকুমার একটি বড় অংশ মালবাজারের উপর নির্ভরশীল। মাল থেকে ১০০ কিমি পূর্বে আলিপুরদুয়ার ও ৫৫ কিমি দূরত্বে রয়েছে শিলিগুড়ি।
|
সংশোধনাগারে ঈদ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ইদের খুশিতে সামিল হলেন শিলিগুড়ি সংশোধনাগারের বন্দিরাও। শুক্রবার সংশোধনাগারে ২০০ জন বন্দি নমাজ পড়েন। ছিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত। বন্দিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দুপুরে ডাল সবজির পাশাপাশি ছিল মাংস। রাতেও ছিল ডাল, সবজি এবং মাছ। জেল সুপার দেবাশিষ চক্রবর্তী জানান, সকলে মিলে এই বিশেষ দিনটি পালন করা হয়েছে। |
|