সংস্কৃতি যেখানে যেমন

নিক্কনের ২৫
২৫তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠান পালন করল জলপাইগুড়ির নিক্কণ নৃত্যালয়। আর্ট গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করা হয়েছিল। অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথের আহ্বান গান ‘জগতে আনন্দযজ্ঞে’, সঙ্গে পরিবেশিত হল সমবেত নৃত্য। নৃত্যনাট্যের আদলে ঋতুরঙ্গের গানের সঙ্গে সংস্থার কচিকাঁচারা উপহার দিল ‘সজলে উজলে শ্যামলে অমলে মেশা’ নৃত্যানুষ্ঠান। সংস্থার ছাত্রছাত্রীরা অংশ নিলেন ইন্ডিয়ান ব্যালেতে। রবীন্দ্রনাথের ভাবনা ও কালিদাসের মেঘদূত সমন্বয়ে পরিবেশিত হয় ‘যাও মেঘদূত’। সংস্থার ১৬০ জন ছাত্রছাত্রী এক সমবেত নৃত্যে পরিবেশন করে ‘আকাশভরা সূর্যতারা’। রাজ্য এবং জেলা স্তরে সফলদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করে।

সুবর্ণজয়ন্তী পালন
আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান।
শিলিগুড়ি আকাশবাণীর পঞ্চাশ বছর পূর্তি উৎসব পালিত হল দীনবন্ধু মঞ্চে। ৭ জুলাই ২০১২ আকাশবাণী ৫০ বছরে পা রাখে। সেই উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকনাথ ভট্টাচার্যর কথা সুরে আকাশবাণীকে নিয়ে লেখা গান পরিবেশিত হয়। এ ছাড়া কী করে বেতারের মাধ্যমে নাটক, গান ইত্যাদি পরিবেশিত হয়, তা দেখানো হয়।

বার্ষিক সমাবর্তন
সম্প্রতি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ির কলাশ্রী সঙ্গীত ও তবলা বাদ্য শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমাবর্তন হল। উদ্বোধনী সঙ্গীতের পরে প্রথমে ছোটদের গানে কয়েক দফায় অংশ নেয় ২৫ জন। কিশোর-কিশোরীদের গানও উপভোগ্য হয়ে ওঠে। দু-দফায় তবলায় লহরা শ্রোতাদের মুগ্ধ করে।

রবীন্দ্র-প্রয়াণ পালন
রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি মহিলা কলেজে। অনুষ্ঠানে প্রথম বর্ষের ছাত্রী সরস্বতী হালদার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।

প্রতিষ্ঠা-দিবস পালন
ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্র চতুর্থ বর্ষ প্রতিষ্ঠা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। উমা বসু স্মৃতি বিজ্ঞান ভবনে ওই অনুষ্ঠানে সংস্থার তরফে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্যও জানানো হয়।

স্বর ও শ্রুতির অনুষ্ঠান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.