কংগ্রেসের কার্যালয় দখল
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর |
গ্রাম সংসদের আসনে কংগ্রেস জিতে যাওয়ায় বদলা হিসেবে ওই বুথে কংগ্রেসের কার্যালয় দখল নিলের তৃণমূলের কর্মীরা। শুক্রবার বিকেলে এমনই অভিযোগ উঠেছে কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের কোঁপা গ্রাম সংসদ এলাকায়। কংগ্রেসের ওই বুথ কমিটির সম্পাদক বিকাশ বল্লভের অভিযোগ, “ওই বুথে আমাদের প্রার্থী সুভাষ পোড়েল তৃণমূল প্রার্থীকে হারান। এর পর থেকে আমাদের স্থানীয় কর্মীদের তৃণমূল হুমকি দিচ্ছিল। এ দিন স্থানীয় ও বহিরাগত তৃণমূল কর্মীরা স্লোগান দিতে দিতে এসে আমাদের কার্যালয় অফিসে তালা ঝোলায়। দলীয় পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। দেওয়াল থেকে কংগ্রেসের প্রতীকও মুছে দেওয়া হয়।” বিষয়টি তাঁরা কোতুলপুর থানায় জানিয়েছেন। তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি প্রবীর গরাই বলেন, “ঝোঁকের মাথায় স্থানীয় কর্মীরা এই কাজ করেছেন। আমাদের দল এমন অনৈতিক কাজ সমর্থন করে না। আমি ওদের অফিস থেকে তৃণমূলের পতাকা খুলে নিতে বলেছি।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
বাজ পড়ে মৃত তিন রানিবাঁধে
নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ |
বাজ পড়ে তিন জনের মৃত্যু হয়েছে বারিকুল ও রানিবাঁধ থানা এলাকায়। বৃহস্পতিবার বিকেল থেকে রাতের মধ্যে দুর্ঘটনাগুলি ঘটে। মৃতেরা হলেন বারিকুল থানার খেজুরিয়া গ্রামের বাসিন্দা শ্রীমন্ত মাণ্ডি (৫৪), হরিপদ সোরেন (৬০) এবং রানিবাঁধের জয়নগর গ্রামের বাসিন্দা প্রশান্ত মাহাতো (২৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় খেতমজুর শ্রীমন্ত ও হরিপদ বৃহস্পতিবার বিকেলে খেজুরিয়া গ্রাম লাগোয়া মাঠে গরু চরাচ্ছিলেন। দু’জনেই পাশাপাশি ছিলেন। সেই সময় বাজ পড়ে মাঠেই তাঁদের মৃত্যু হয়। বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রানিবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক তাঁদের মৃত বলে জানান। ওই রাতেই বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মারা যান জয়নগরের প্রশান্ত।
|
আদালতের রায়ে পুনর্বহাল
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
হাইকোর্টের রায়ে পুঞ্চা ব্লকের ২৯ জন অঙ্গনওয়াড়ি সহায়িকাকে পুনর্বহাল করা হল। চলতি বছরের জানুয়ারি মাসে পুঞ্চায় ৩১ জনকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে, এমন অভিযোগে ফেব্রুয়ারি প্রশাসন তাঁদের বরখাস্ত করে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে ওই বরখাস্ত হওয়া কর্মীরা হাইকোর্টে আর্জি জানান। পুঞ্চার সিডিপিও সুভাষ মাহাতো বলেন, “হাইকোর্ট ওঁদের মধ্যে ২৯ জন আবেদনকারীকে পুনরায় নিয়োগ করার নির্দেশ দিয়েছে। তাঁদের অগস্ট মাসের গোড়ায় কাজে বহাল করা হয়েছে।” |