পুকুর ভরাটের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। জেরে শুরু হয়েছে সই সংগ্রহ। ঘটনাটি মেদিনীপুর শহরের মানিকপুরের।
ওই এলাকায় একটি বড় পুকুর ছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুকুরটি ভরাট করার চেষ্টা চলছে। দিনের পর দিন আবর্জনা ফেলা হচ্ছে। এর ফলে, ধীরে ধীরে পুকুর মজে যাচ্ছে। তাঁদের আশঙ্কা, পরবর্তীকালে এখানে বহুতল তৈরি হতে পারে। পুকুরটি ব্যক্তি মালিকানাধীন।
অবশ্য, আইন বলছে, যেখানে পুকুর রয়েছে সেখানে বাড়ি তৈরি করা যায় না। তাই স্বাভাবিক ভাবে সেখানে বাড়ি তৈরির অনুমতি মেলে না। যদি দিনের পর দিন আবর্জনা জমে পুকুর মজে যায়, তা হলেও সেই জায়গায় বাড়ি তৈরি করা যায় না। আইন অনুযায়ী, বাড়ি তৈরির অনুমতি পেতে হলে অন্যত্র সম পরিমাণ জলাভূমির ব্যবস্থা করতে হয়। তবে অনুমতি মিলতে পারে। স্থানীয় বাসিন্দা অরিন্দম পাল, তাপস দে প্রমুখের বক্তব্য, পুকুরটি ভরাট হলে এলাকার মানুষ নানা সমস্যায় পড়বেন। যাবতীয় বিধিনিষেধ উড়িয়ে কী ভাবে পুকুর ভরাটের চেষ্টা চলছে, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। প্রশাসন অবশ্য এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। মহকুমাশাসক (সদর) তথা মেদিনীপুর পুরসভার প্রশাসক অমিতাভ দত্ত অবশ্য অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, “কোনও ভাবেই পুকুর ভরাট করা যায় না। পুকুর ভরাট অন্যায়। অভিযোগ এলে তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” |