|
|
|
|
আইএএস সাসপেনশনের নিয়ম বদলের চিন্তা কেন্দ্রের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আইএএস অফিসারদের সাসপেনশন সংক্রান্ত নিয়ম বদলাতে পারে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশে দুর্গাশক্তি নাগপালের সাসপেনশন নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কর্মিবর্গ দফতর।
কমিবর্গ দফতর সূত্রে খবর, আইএএস অফিসারদের যাতে রাজনৈতিক চাপ বা কায়েমি স্বার্থের শিকার না হতে হয় সে জন্যই নিয়ম পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্র। এই কাজের জন্য “অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল) রুলস’ সংশোধন করা প্রয়োজন। তবে ঠিক কী পরিবর্তন করা হবে তা এখনও স্থির করা হয়নি বলে জানিয়েছেন কর্মিবর্গ দফতরের এক অফিসার।
উত্তরপ্রদেশে বালি মাফিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিলেন দুর্গাশক্তি। তার পরেই সাসপেন্ড করা হয় তাঁকে। উত্তরপ্রদেশ সরকারের দাবি, একটি নির্মীয়মাণ মসজিদের দেওয়াল ভাঙার জন্য দুর্গাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু, নানা শিবিরের দাবি, বালি মাফিয়াদের চাপেই এই পদক্ষেপ করেছে অখিলেশ সিংহ যাদব সরকার। আইএএস অফিসারদের সাসপেনশন সংক্রান্ত নিয়ম বদলালে তা প্রযোজ্য হবে আইপিএস ও আইএফএস (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস) অফিসারদের জন্যও। কর্মিবর্গ দফতরের অফিসাররা জানিয়েছেন, নিয়ম পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ও পরিবেশ ও বন মন্ত্রকের সঙ্গে কথা বলা হবে। সম্প্রতি আইএএস অফিসারদের সংগঠনও নিয়মে পরিবর্তনের দাবি জানিয়েছিল। সংগঠনের সম্পাদক সঞ্জয় আর ভুস রেড্ডির মতে, রাজ্য সরকারের অধীনে যে সব আইএএস অফিসার কাজ করছেন তাঁদের সাসপেন্ড করার আগে কেন্দ্রের অনুমতি নেওয়ার ব্যবস্থা থাকা প্রয়োজন।
তা ছাড়া সাসপেনশনের আগে সংশ্লিষ্ট আইএএস অফিসারকে শো-কজ নোটিস পাঠানো উচিত বলে মনে করে সংগঠন। |
|
|
|
|
|