|
|
|
|
পানশালার নিরাপত্তা কর্মীর গুলিতে নিহত কলেজ পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পানশালার নিরাপত্তা কর্মীর গুলিতে মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম মণীশ কেরকেট্টা। গত কাল রাত দশটা নাগাদ রাঁচির কাঁটাটোলির কাছে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত নিরাপত্তা কর্মী শঙ্কর প্রধানের গ্রেফতারের দাবিতে রাতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় মানুষ। আজ সকালে ওই নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
লোয়ার বাজার থানার পুলিশ জানায়, মণীশ রাঁচির গোসেনর কলেজের কমার্স বিভাগের ছাত্র ছিল। তাঁর বাড়ি গোড়াটোলিতে। পানশালার সামনে কয়েক জন যুবকের মধ্যে গোলমাল চলছিল। তাদের গোলমাল থামাতে গিয়ে মণীশ ওই নিরাপত্তা কর্মীর গুলির সামনে পড়ে যায়।
তার কপালের বাঁ দিকে, চোখের উপরে গুলি লাগে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মণীশ তাঁর তুতো ভাই সুমিতের সঙ্গে মঙ্গল টাওয়ারের নিচে চাউমিন খেতে গিয়েছিল। মঙ্গল টাওয়ারের উপরেই রয়েছে ওই পানশালাটি। অনেক সময়েই মদ্যপ অবস্থায় যুবকরা মঙ্গল টাওয়ারের নিচে গোলমাল করে বলে অভিযোগ কাঁটাটোলির স্থানীয় মানুষের। তাঁরা জানান, ওই যুবকদের গোলমাল ঠেকাতে মণীশ ও সুমিত এগিয়ে যায়। ইতিমধ্যে ওই নিরাপত্তা কর্মীও ভিড়ের দিকে এগিয়ে আসেন। মঙ্গল টাওয়ার থেকে খানিকটা দূরেই মোবাইল পুলিশের তিন কর্মীও দাঁড়িয়ে ছিল। তবে ওই পুলিশ কর্মীরা কিছু করে ওঠার আগেই ওই নিরাপত্তা কর্মী যুবকদের মধ্যে ঢুকে পড়ে। তার পরে কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে দেয়। রাস্তার উপরেই পড়ে যান মণীশ। বেগতিক দেখে মোবাইল পুলিশ কর্মীরাও ঘটনাস্থল ছেড়ে চলে যান।
পুলিশ জানায়, ওই নিরাপত্তা কর্মী দুটি গুলি চালায়। একটি মণীশের বাঁ চোখের উপরে লাগে। অন্য গুলিটি লক্ষভ্রষ্ট হয়। নয়তো সেই গুলিটি সুমিতের লাগত। পুলিশ অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করলেও আজ দুপুরে ওই পানশালা বন্ধ করে দেওয়ার দাবিতে স্থানীয় মানুষ কাঁটাটোলিতে ফের পথ অবরোধ করেন। |
|
|
|
|
|