সল্টলেকে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে রাতেই সজন সিংহ নামে ওই অটোচালককে গ্রেফতার করা হয়। শুক্রবার বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে ধৃতের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সি বি ব্লকের বাসিন্দা ওই ছাত্রী জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ৮ নম্বর ট্যাঙ্ক যাবেন বলে অটোতে ওঠেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। চালক অবশ্য করুণাময়ীর বেশি যেতে রাজি হননি। চালকের পাশেই বসেছিলেন তিনি। পিছনে ছিলেন তিন যাত্রী। পথে তাঁরা নেমে যান। তার কিছু পরেই নামবেন বলে ওই ছাত্রী সামনেই বসে ছিলেন।
ছাত্রীটির অভিযোগ, ওই তিন যাত্রী নেমে যাওয়ার পর থেকেই চালক বার বার কনুই দিয়ে তাঁকে ধাক্কা মারতে থাকেন। তিনি ছাতা ধরে আটকানোর চেষ্টা করলেও কাজ হয়নি। প্রতিবাদ করলে চালক প্রথমে ক্ষমা চেয়ে নেন। কিন্তু তার পরেও তিনি একই কাজ করতে থাকেন। বাধ্য হয়ে করুণাময়ীর আগে ভাড়া মিটিয়ে নেমে যান ওই ছাত্রী। তার পরেও চালক অটো নিয়ে তাঁর সামনে দিয়ে বার তিনেক চক্কর মারেন বলে অভিযোগ করেছেন ছাত্রীটি। তিনি তখন তাঁর বন্ধুদের ফোন করে ডেকে আনেন। ততক্ষণে অবশ্য চালক পালিয়ে যান।
পুলিশ জানায়, সজন উল্টোডাঙা-করুণাময়ী রুটে অটো চালান। তাঁর অবশ্য অভিযোগ, ওই কলেজ ছাত্রীই ৮ নম্বর ট্যাঙ্ক যাওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছিলেন। যেতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। |