মোনা লিসার খোঁজ দিতে পারে হাড়
সংবাদসংস্থা • লন্ডন |
কবর খুঁড়ে হাড়ের ডিএনএ পরীক্ষার কথা ভাবছেন ইতালীয় গবেষকরা। তবে পরীক্ষা হবে শুধুই মহিলাদের হাড়ের। উদ্দেশ্য একটাই, লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি ‘মোনা লিসা’ ছবির তৈরির পিছনে যে নারীর অবদান রয়েছে, তাঁকে খুঁজে বার করা। গবেষকদের মতে, ‘মোনা লিসা’ ছবিটি আঁকা লিসা জেরারদিনি দেল জিওকন্ডো নামে এক ব্যবসায়ীর স্ত্রীর আদলে। ফ্লোরেন্সে লিওনার্দোর বাড়ির উল্টো দিকে থাকতেন লিসা। গত বছর ফ্লোরেন্সের উর্সুলিন কনভেন্টে কবর খুঁড়ে প্রচুর হাড় বার হয়। কিছু হাড় গবেষকরা কার্বন-১৪ পরীক্ষায় পাঠান। ধারণা, এগুলির মধ্যে রয়েছে লিসা জেরারদিনির হাড়ও। এ জন্যই করা হবে ডিএনএ পরীক্ষা।
|
ম্যান্ডেলা সুস্থ
সংবাদসংস্থা • প্রিটোরিয়া |
দু’মাস পেরিয়ে গিয়েছে। এখনও প্রিটোরিয়া হাসপাতালেই চিকিৎসাধীন নেলসন ম্যান্ডেলা। তাঁর প্রাক্তন স্ত্রী উইনি ম্যাডিকিজিলা জানান, এখন অনেক ভাল আছেন তিনি। স্বাভাবিক ভাবেই শ্বাস নিচ্ছেন।
পুরনো খবর: ফের হাসপাতালে ম্যান্ডেলা
|
বোমাতঙ্ক
সংবাদসংস্থা • প্যারিস |
বোমাতঙ্কের জেরে শুক্রবার দুপুরে প্রায় দু’ঘণ্টা পর্যটকদের জন্য বন্ধ রাখা হল আইফেল টাওয়ারের দরজা। বিকেল চারটে নাগাদই অবশ্য ফের তা খুলে দেওয়া হয়।
|
ভারতীয় অপরাধী
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনের ‘মোস্ট ওয়ান্টেড’ ৩০ অপরাধীর মধ্যে তিন জনই ভারতীয় মহিলা। চুরি, জালিয়াতির মতো অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। |