প্রস্তাবিত দুটি নতুন বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু হতে চলেছে অগস্ট মাসেই। বৃহস্পতিবার নিজের দফতরে এই ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ১৬ ও ১৭ অগস্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাস, কোচবিহারে ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। আপাতত জলপাইগুড়ি ক্যাম্পাসের পঠন পাঠন হবে ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে। অন্যদিকে ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত চলবে পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠ্যক্রম চালু হবে বলে মন্ত্রী জানান। উপস্থিত থাকার কথা রাজ্যের শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসু ও স্থানীয় বিধায়কদেরও। গৌতম দেব বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলির পঠনপাঠন সারা উত্তরবঙ্গে ছড়িয়ে দেবেন। তা কাজে করে দেখিয়েছি। ৩৪ বছরে বাম সরকার বা তার আগে কংগ্রেস যা পারেনি তা করে দেখিয়ে দিয়েছি। দু’বছরে দু’টি বিশ্ববিদ্যালয় হয়েছে। আরও পরিকল্পনা কার্যকর করা হবে।”
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে ১৪০ আসন চালু হচ্ছে। বাংলা ৪০, ইংরেজিতে ৪০, ভূগোলে ২০, ফলিত ভূগোলে ২০ এবং সংষ্কৃতে ২০টি করে আসনে আপাতত ছাত্র ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। অন্য দিকে, ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ১৮০টি আসন ধার্য করা হয়েছে। বাংলায় ৪০টি, ইংরেজিতে ২০টি, হিন্দিতে ৪০টি, ভুগোলে ২০টি, ইতিহাসে ২০টি এবং দর্শনে ৪০টি আসনে ভর্তি হওয়া যাবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গায় ক্লাস শুরু হলেও খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণও শুরু হয়ে যাবে। জমি দেখার কাজ শেষ বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। |