টুকরো খবর
স্ত্রীকে খুন করে ধৃত
এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে। পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার মালবাজার পুর এলাকার ১৩ ওয়ার্ডের হাড়িয়ামোড় এলাকায় ঘটনাটি ঘটে। গৃহবধূর নাম আছিমা বিবি (২৬)। এ দিন সকালে তাঁকে শ্বশুরবাড়িতে মৃত পাওয়া যায়। খবর পেয়ে মালবাজার থানার আদাবাড়ি থেকে আছিমার বাপের বাড়ির লোক আসেন। তারা জামাই আলম সরকার, শ্বশুরমশাই নজিমদ্দিন সরকার এবং শাশুড়ি আয়েসা বিবির নামে মেয়েকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ দায়ের করেন। ২০০৪ সালে পেশায় রাজমিস্ত্রি আলমের সঙ্গে আছিমার বিয়ে হয়। পণের দাবিতে বধূর উপর অত্যাচার করা হত বলে অভিযোগ। নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদ করার পর তল্লাশি নেমে আলম সরকারকে পুলিশ ধরে। প্রতিবেশীরা পুলিশকে জানান, এ দিন চিৎকার শুনে গিয়ে তাঁরা দেখেন আছিমা মাটিতে পড়ে।

দেহ রেখে টাকা দাবি
মৃত্যুর পর দেহ আটকে রেখে অর্থ দাবি করার অভিযোগের ভিত্তিতে এক জন ব্যক্তিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। বৃহস্পতি বার নকশালবাড়ি থানার বেলগাছি চা বাগান এলাকা থেকে সুজিত ভগতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ২ মাস আগে গোয়ায় সুজিতের সঙ্গে কাজের সন্ধানে যায় বিলাসু লাকড়া নামে এক ব্যাক্তি। বিলাসুর বাড়ি বেলগাছি এলাকাতেই। চার দিন আগে গোয়াতেই মারা যায় বিলাসু। অভিযোগ, খবর দিয়ে মৃতদেহ নকশালবাড়ি নিয়ে আসার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। পরে কিছু টাকা পাঠানোও হয় বলে জানিয়েছেন মৃতের স্ত্রী মুন্নি লাকড়া। বিমানে দেহ নিয়ে আসার পর মুন্নির অভিযোগের ভিত্তিতে তাঁকে ধরে পুলিশ। কোর্টে তোলা হলে জামিন নামঞ্জুর হয়।

সন্ত্রাসের অভিযোগে বামেদের স্মারকলিপি
পঞ্চায়েত নির্বাচনের পর জেলায় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট। পাশাপাশি নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের পদত্যাগ করাতে চেষ্টা, কুমারগ্রাম, আর আলিপুরদুয়ারে অফিস ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ছাড়াও বামফ্রন্টকে মিছিল না করতে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ফ্রন্টের নেতারা জানান, ফালকাটায় ছাত্রী খুনে দোষীদের শাস্তি, রাজগঞ্জে হাসপাতালে নার্সের সঙ্গে অভব্য আচরণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করা হয়েছে।

সেচের দাবি চাষির
সেচের সুবিধে না থাকায় তিন ফসলি জমিতে একবারই চাষ করা হয় বলে অভিযোগ আলিপুরদুয়ার ১ ব্লকে উত্তর চকোয়াক্ষেতির বানিয়াকোনা গ্রামের বানিয়াকোনা গ্রামের বাসিন্দাদের। গ্রামের পাশ দিয়ে বানিয়া নদী বয়ে গেলেও সেচের সুবিধে না থাকায় চাষ করা সম্ভব হয়না বলে অভিযোগ। সেচের জন্য প্রশাসনের থেকে পাকা নালা এবং পাম্পসেট বসানো হলেও ভাঙনে নষ্ট হয়েছে। আলিপুরদুয়ার মহকুমার কৃষি আধিকারিক অরূপ চট্টোপাধ্যায় বলেন, “যোগাযোগ করা হলে পরামর্শ দেওয়া যেতে পারে।”

রবীন্দ্র প্রয়াণ পালন
বৃক্ষরোপণে রবীন্দ্রপ্রয়াণ দিবস পালন করল জাতীয় সেবা প্রকল্প ২ শাখা ও ডাবগ্রাম বন বিভাগ। বৃহস্পতিবার শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠান পালিত হয় বলে জানিয়েছেন অধ্যক্ষা রুমা ভৌমিক সেনগুপ্ত। অন্য দিকে রবীন্দ্রনগর গার্লস হাইস্কুলে দিনটি পালিত হয় বৃক্ষরোপণ করে। ন্যাফের সহযোগিতায় এই কর্মসূচি বলে জানান প্রধানশিক্ষিকা দূর্বা ব্রহ্ম।

পথ সারাচ্ছে তৃণমূল
বেহাল জাতীয় সড়ক সারাতে পথে কাজে নামল তৃণমূল। বৃহস্পতিবার আলিপুরদুয়ার-১ ব্লক পাতলাখাওয়ায় সোনাপুর থেকে শিলতোর্সা সেতু পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তা সারাইয়ের কাজ করেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মনোরঞ্জন দে জানান, বহু বলার পরেও কর্তৃপক্ষ ৩১ নম্বর জাতীয় সড়ক মেরামতি করেননি।

ঘেরাও অধ্যক্ষ
আবেদনকারী পড়ুয়াদের ভর্তির দাবিতে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে ঘেরাও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায়সহ ১০ শিক্ষক-শিক্ষাকর্মীকে টিচার্স কমন রুমে ঘিরে আন্দোলন করে টিএমসিপি ও ছাত্র পরিষদ।

অনুষ্ঠান বন্ধ
বনধে অনুষ্ঠান হল না মংপুর রবীন্দ্র ভবনে। বৃহস্পতিবার তাঁর প্রয়াণদিবসে বঞ্চিতই থেকে গেলেন কবিগুরু। এ দিন রবীন্দ্রভবনে হতাশা প্রকাশ করেন রবীন্দ্রভবনের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক।

প্রতিবন্ধীদের পাশে
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিবন্ধী স্কুলে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত স্কুলে শ্রবণযন্ত্র, খেলনা-সহ নানা জিনিসপত্র দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.