খুশির ঈদে তাঁদের মুখে হাসি ফোটাতে বাজার দরের থেকে কিছুটা কম দামে চিনি, ময়দা, ছোলা, পাঁপড় ও সরষের তেল সরবরাহ করার কথা সরকারি ভাবে ঘোষাণা করা হয়েছিন। সেই মতো রেশন দোকানে ওই সব দ্রব্য সরবরাহও করা হয়। কিন্তু লালগোলা কৃষ্ণপুরের রেশন ডিলার গোঁসাইলাল হালদার সরকারি ওই নির্দেশ না মানায় হাজার খানেক পরিবার ঈদের আগে সস্তার চিনি, চাল, ময়দা, সরষের তেল পাওয়া থেকে বঞ্চিত হলেন। তার প্রতিবাদে ওই রেশন ডিলারের শাস্তির দাবি জানিয়ে এলাকার লোকজন লালগোলার বিডিও-র হাতে বৃহস্পতিবার স্মারকলিপি তুলে দেন। বিডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, “ঈদের আগেই রেশন দ্রব্য বিলি করার কথা। আমি খাদ্য ও সরবরাহ নিগমের লালবাগ মহকুমা আধিকারিককে বিষয়টা জানিয়েছি।” খাদ্য ও সরবরাহ নিগমের লালবাগ মহকুমা আধিকারিক অনিল রায় বলেন, “বিপিএল তালিকার অনেক গরিব মানুষের সংসার নির্ভর করে রেশনের চাল-গমের উপর। তা ছাড়া ঈদ উৎসব উপলক্ষেএ বার কম দামে চিনি, ময়দা, ছোলা, সরষের তেল বরাদ্দ করা হয়। ওই রেশন ডিলারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে রির্পোট জমা দিতে বলেছি।” অভিযুক্ত ডিলার গোঁসাইলাল বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে মাল বিলি শুরু করেছি।”
|
রেল লাইনের ধার থেকে উদ্ধার হল দুই ছাত্রের দেহ। পুলিশ জানিয়েছে, মৃত দুই ছাত্রের নাম দীপ পাল (১৬) এবং প্রীতম বিশ্বাস (১৬)। বৃহস্পতিবার সকালে তাহেরপুর থানার বীরনগর রেলস্টেশনের কাছ থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। কৃষ্ণনগর জিআরপি ওসি দীপক পাঠক বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই দুই ছাত্রের। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরনগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ এবং প্রীতম বীরনগর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বিভিন্ন চাকরির পরীক্ষায় শারীরিক প্রস্তুতি নেওয়ার জন্য ওই দুই বন্ধু প্রতিদিন দৌড়তে বেরোত। বৃহস্পতিবার ভোরে দৌড় শেষে তারা আপ রেল লাইন ধরে ফিরছিল। সেই সময় ওই লাইনে ট্রেন এসে পড়ায় তারা ডাউন লাইনে সরে যায়। কিন্তু সেই লাইনেও হঠাৎ ট্রেন আসায় তার ধাক্কাতেই মৃত্যু হয় ওই দুই ছাত্রের।
|
কেপমারের খপ্পরে পড়ে কয়েক হাজার টাকার গয়না খোয়ালেন জলঙ্গির সাদিখাঁড়দেয়ার এলাকার গ্রামের বাসিন্দারা। বুধবার দুপুরে গ্রামে এসে গয়না পরিষ্কারের নাম করে বিভিন্ন বাড়ি থেকে গয়না হাতিয়ে পালায় দুই যুবক। গ্রামবাসীরা জানান, সাজ-পোশাক, কথাবার্তাসব মিলিয়ে চোখ ধাঁধিয়ে গিয়েছিল গ্রামীণ মানুষের। দুই কেপমারের কথা বিশ্বাস করেই তাঁরা এনে দিয়েছিলেন সোনার গয়না। তা হাতিয়েই চম্পট দেয় তারা।
|
সাগরদিঘির চালতাবাড়ি গ্রামে নিজের বাড়িতে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন নাজেরা খাতুন (১৫) নামে এক কিশোরী। বুধবার সন্ধ্যার ঘটনা। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই ওই কিশোরী আত্মঘাতী হয়েছেন। |