|
|
|
|
বিস্ফোরক শাহরুখ |
‘শুধু ক্রিকেট কেন, ইপিএলেও ফিক্সিং হয়’
নিজস্ব প্রতিবেদন |
যেখানেই বেটিং করার সুযোগ আছে, সেখানেই ম্যাচ ফিক্সিং হয়। চাঞ্চলক্যর এই অভিযোগ করেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। কিং খান পরিষ্কার বলে দিয়েছেন, ম্যাচ গড়াপেটার রোগ গোটা বিশ্বেই ছড়িয়ে আছে।
নিজের সাম্প্রতিক ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রচারের জন্য দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়ালেও ক্রিকেটে সাম্প্রতিক রোগের বিষয়টি কিন্তু ভুলে যাননি। ভুলে যাননি কী ভাবে আইপিএল ডুবে গিয়েছে ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে।
ম্যাচ গড়াপেটা প্রসঙ্গ উঠতে সাংবাদিকদের শাহরুখ বলেন, “সারা বিশ্বে গড়াপেটা হয়। যেখানেই বেটিং হবে, সেখানেই গড়াপেটা হবে। আর গড়াপেটা শুধু ক্রিকেটেই আটকে নেই। ইংলিশ প্রিমিয়ার লিগেও গড়াপেটা হয়ে থাকে। অন্যান্য খেলাতেও হয়। সারা দুনিয়ায় এ সব হচ্ছে এখন। যেখানে বেটিং আইনসিদ্ধ, সেখানেও গড়াপেটার রোগ ছড়িয়ে রয়েছে।”
কিন্তু কেন এই রোগ সংক্রমণের মতো ছড়াচ্ছে? ব্যাখ্যা রয়েছে শাহরুখের কাছে। তাঁর বক্তব্য, “এর প্রধান কারণ লোভ, লালসা। লোভী মানুষ তো সব জায়গায়, সব ক্ষেত্রেই রয়েছে। সিনেমা, সাংবাদিকতা, খেলা সবেতেই।” আইপিএলে গড়াপেটার অভিযোগ নিয়ে কেকেআর মালিকের বক্তব্য, “ভারত এবং তরুণ ক্রিকেটারদের কাছে আইপিএল একটা ভাল জিনিস। আর সেখানে ম্যাচ গড়াপেটার এই ভাবনাটা মেনে নেওয়া সত্যিই খুব কষ্টকর ব্যাপার। এই রোগটাকে শেষ করা দরকার। কিন্তু সেটাও তো কঠিন ব্যাপার। লোভ, লালসা যত দিন থাকবে, তত দিন এই সমস্যাও থাকবে। তবে আমাদের এর সঙ্গেই লড়াই করতে হবে।”
|
“ইংলিশ প্রিমিয়ার লিগে গড়াপেটা হয়? মানতে পারলাম না। গড়াপেটা করাটা খুব সহজ নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ভারতের আই লিগ— কোনও টুর্নামেন্টেই গড়াপেটা হওয়া সম্ভব নয়। কেউ যদি গড়াপেটা করে, তবে একদিন সেই সত্যিটা সবার সমানে আসবেই। এ ধরনের কোনও ঘটনা ইপিএলে কোনও দিন ঘটেছে বলে আমার মনে পড়ছে না। আর গোটা বিশ্ব জুড়ে আকছার গড়াপেটা হওয়াও সম্ভব নয়। আসলে যাঁরা খেলার সঙ্গে যুক্ত নন, তাঁরা এই বিষয়টি ঠিক বুঝবেন না। শাহরুখ খান অনেক বড় অভিনেতা। কিন্তু উনি এ ক্ষেত্রে যেটা বলেছেন সেটা মানতে পারছি না। তবে এটা ঠিক যে, কিছু লোভী ক্রীড়াবিদ কোনও কোনও খেলায় এ ধরনের খারাপ কাজ করে থাকে। কিন্তু গোটা বিশ্বে সেই সংখ্যাটা খুব বেশি নয়।” —ট্রেভর জেমস মর্গ্যান |
“শাহরুখ খানের কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার নয়। ‘বেট ফেয়ার’ নামে ইংল্যান্ডে তো একটা বেটিং সংস্থাই আছে যারা সব ধরনের খেলার জন্য বাজি নেয়। টেনিস, বেসবল, গল্ফ— কিছু বাদ নেই ওদের লিস্টে। নেতাজি ইন্ডোরে প্রথম সানফিস্ট ওপেনের সময় মনে আছে, একজন অনেক উঁচু র্যাঙ্কিং প্লেয়ার বহু নীচের র্যাঙ্কিং প্লেয়ারের কাছে হারার পর টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে আমার কাছে ডব্লিউটিএ-র ফোন এসেছিল, ম্যাচটা গড়াপেটা কি না! আমাদের এখানে যে ফিউচার্স টেনিস হয়, সেখানেও উঠতি প্লেয়ারদের ম্যাচেও বেটিং হয়ে থাকে। তবে ইপিএলের কথা আমি বলতে পারব না।” —জয়দীপ মুখোপাধ্যায় |
“আমি ঠিক জানি না শাহরুখ খান কী বলেছেন। আগে ভাল করে জানি। তারপর না হয় এই বিষয়ে কিছু বলা যাবে।” —জগমোহন ডালমিয়া |
|
|
|
|
|
|