টুকরো খবর
তাঁরই মন্ত্রিসভার সদস্য-সহকর্মীর হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কাশ্মীরের পুঞ্চ সেক্টরে পাক সেনাদের গুলিতে নিহত পাঁচ ভারতীয় জওয়ানের একজন বিহারের বিজয় কুমার। এই পাঁচ জওয়ানের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রসঙ্গে গত কাল বিহারের পঞ্চায়েত মন্ত্রী ভীম সিংহ বলেন, “জওয়ানদের শেষকৃত্য নিয়ে এত বিশেষ ব্যবস্থার কী আছে! ওরা তো সেনাবাহিনীতে যোগই দেন শহিদ হওয়ার জন্য।” তাঁর এই মন্তব্যে বিহার-সহ সর্বত্রই ঝড় ওঠে। নীতীশের রাজনৈতিক প্রতিপক্ষরা বিষয়টি নিয়ে জেডিইউ-এর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানায়। অস্বস্তিতে পড়েন নীতীশ। দিল্লি থেকেই তিনি টেলিফোনে ভীম সিংহের সঙ্গে কথা বলেন। তাঁর নির্দেশে, মন্ত্রী তাঁর মন্তব্যের জন্য ক্ষমা তো চেয়েইছেন, বসে থাকেননি নীতীশও। তিনি বিবৃতি দিয়ে জানিয়ে দেন, “আমার সহকর্মীর মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। সেনা-শহিদদের কাছে আমরা চিরঋণী।”

পাকুড়ে ফের গণধর্ষণ
ফের গণধর্ষণের অভিযোগ উঠল পাকুড়ে। পুলিশ জানায়, বাজার থেকে বাড়ি ফেরার সময় মাঝরাস্তায় দুই তরুণীকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে দুষ্কৃতীরা। কয়েকদিন আগে পাকুড়ের একটি স্কুলের ছাত্রাবাস থেকে চার কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল। বুধবার মহেশপুর থানার রোলগ্রাম এলাকায় সাপ্তাহিক বাজার বসে। অভিযোগকারিণী দু’জন সেখানে গিয়েছিলেন। মহেশপুরের চক্কাধারা গ্রামে বাড়ি ফেরার সময় চার দুষ্কৃতী রাস্তা আটকায়। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁদের যৌন নিগ্রহ করা হয়। আজ সকালে থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণীরা। তদন্তকারীরা জানিয়েছেন, দুষ্কৃতীদের স্কেচ আঁকানো হচ্ছে। পাকুড়ের পুলিশ সুপার ওয়াই এস রমেশ জানান, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। জুলাই মাসে পাকুড়ের একটি মিশনারি স্কুলের হস্টেল থেকে কয়েকজন ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুরনো খবর:

কার্বি আংলং-এ গুলি
ফের গুলি চলল কার্বি আংলং-এ। উত্তর বরবিল এবং দেওপানি এলাকার ঘটনা। পুলিশ জানায়, গত রাতে দেওপানিতে ৩৯ নম্বর জাতীয় সড়কে কয়েকটি গাড়ির দিকে গুলি ছোঁড়ে কেপিএলটি জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ, সিআরপি। উত্তর বরবিল এলাকাতেও গুলির শব্দ পান স্থানীয় বাসিন্দারা। ডিফু, ডংকামুকামে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কার্ফু শিথিল করা হয়েছে। সীমানা বিবাদ নিয়ে অসম এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর বৈঠকের পরও উত্তেজনা কমেনি দুই রাজ্যের সীমানায়। বৃহস্পতিবার সকালে মেরাপানি থেকে কয়েকজন গ্রামবাসীকে অপহরণ করে নাগারা। ফেরার পর তাঁরা অভিযোগ করেন, নাগাল্যান্ডে নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ফেসবুক নিয়ে ফের অভিযোগ
ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে ফের অভিযুক্ত এক ব্যক্তি। উত্তরপ্রদেশে ললিতপুরের বাসিন্দা ওই ব্যক্তি একটি বিশেষ ধর্ম ও এক ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, একটি ধর্মীয় সম্প্রদায়ের বহু মানুষ বিভাংশু তেওয়ারি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।

নিরাপত্তা নিয়ে আর্জি খারিজ
মুকেশ অম্বানীকে ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা দেওয়ার বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। সম্প্রতি মুকেশকে ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা দেওয়ার জন্য সিআরপিএফকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, মুকেশের জীবন বিপন্ন হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দারা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যান দুই সমাজকর্মী। কিন্তু হাইকোর্ট জানিয়েছে প্রয়োজনে যে কোনও ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার অধিকার কেন্দ্রের আছে।

কুয়োয় পড়ে মৃত্যু শিশুর
প্রায় টানা কুড়ি ঘণ্ট কুয়োয় আটকে থেকে মারা ৯ বছরের শিশু। বুধবার দুপুর তিনটে নাগাদ কারৌলি জেলার চারদা কালা গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে ৯ বছরের একটি শিশু কুয়োয় পড়ে যায়। পুলিশ জানিয়েছে, তার নাম ছোটু। কুয়োর সমান্তরাল একটি গর্ত খুঁড়ে শিশুটিকে উদ্ধার করার কাজে নামে উদ্ধারকারী দল। কিন্তু বৃহস্পতিবার মারা যায় সে। এই ঘটনার প্রতিবাদে গ্রামের স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকান।

হোমে গণ্ডগোল
দিল্লির একটি জুভেনাইল হোমের ছাদে উঠে কম্বলে আগুন লাগিয়ে গোলমাল পাকালো কিছু নাবালক অপরাধী। হোমের কেয়ারটেকারদের উদ্দেশে পাথরও ছোড়ে তারা। ওই হোমেই রয়েছে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণে অভিযুক্ত নাবালক রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.