ভোরে বৈতালিক ও ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করল বিশ্বভারতী। এ দিনের উপাসনাতে আচার্য ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। রবীন্দ্রনাথের শিক্ষা, গ্রামন্নোয়ন, বিজ্ঞান ভাবনা-সহ একাধিক চিন্তাদর্শ তুলে ধরেন আচার্য। এই দিনই লিপিকা অডিটোরিয়ামে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন ও গ্রন্থন বিভাগের উদ্যোগে একাধিক পুস্তক প্রকাশ করেন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। পুস্তকগুলি হল পাঠভবনের ছাত্রছাত্রীদের সাহিত্য ও শিল্পচর্চা বিষয়ক ‘আমাদের লেখা’, ‘বিশ্বভারতী পত্রিকা’। রবীন্দ্র ভবনের উদ্যোগে ‘রবীন্দ্র বিক্ষা’ এবং নবকলেবরে ‘বিশ্বভারতী কোয়াটারলি’ প্রকাশিত হয়। |
এ ছাড়া, গ্রন্থন বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথের স্বদেশী পর্যায়ের ৪৬টি গানের ইংরাজি অনুবাদ ‘স্বদেশ’ প্রকাশ করেন উপাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা সংযুক্তা দাশগুপ্ত ওই ৪৬টি গানের ইংরেজি অনুবাদ করেছেন। বিকেলের দিকে, জগদীশ কাননে লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ‘হলুদ পলাশ’ চারা রোপণ করেন। এ দিনই বোলপুরে গীতাঞ্জলির শান্তিদেব ঘোষ সভাকক্ষে ‘কুট্টিম’ নামে একটি বাংলা ভাষায় গবেষণা-পর্যালোচনামূলক পত্রিকার উদ্বোধনে হাজির ছিলেন সোমনাথবাবু। শান্তিনিকেতনের গুরুপল্লি এলাকা থেকে প্রকাশিত ওই পত্রিকার বৈদুতিন সংস্করণও প্রকাশ পেয়েছে। ওই অনুষ্ঠানে বিশ্বভারতীর অধ্যাপক সমীর ভট্টাচার্য, অলিভা দাখি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মঞ্জুষা মজুমদার-সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
|
গ্রামের তিনটি গোষ্ঠীর মধ্যে বোমাবাজির ঘটনায় এক যুবক জখম হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মাড়গ্রাম থানার পরুন গ্রামে। কাজল শেখ নামে যুবক জখম হন।
|
বৃহস্পতিবার গাড়ির ধাক্কায় মৃত্যু হল বীরভূমের লাভপুর থানার বামনি গ্রামের উত্তম ঘোষের (৪৮)। বর্ধমানের কেতুগ্রাম থানার মোরগ্রামের ঘটনা। |