ব্রিটেন রাজ পরিবারের ক্ষুদ্রতম সদস্যকে নিয়ে সারা বিশ্বে মাতামাতির শেষ নেই। সেই উন্মাদনাকে কাজে লাগিয়েই মুনাফা বাড়ানোর কথা ভাবছে একটি মার্কিন পুতুল প্রস্তুতকারক সংস্থা। ইতিমধ্যেই তারা তৈরি করে ফেলেছে ২০ ইঞ্চি লম্বা পোর্সেলিনের পুতুল। দেখতে হুবহু উইলিয়াম-কেটের প্রথম সন্তান জর্জের মতো। খবরের কাগজ এবং ম্যাগাজিনে ছোট্ট জর্জকে যতটা দেখা গিয়েছে, তাকে অনুকরণ করেই বানানো হয়েছে। দাম মাত্র ১৫০ ডলার। রানি ভিক্টোরিয়ার পোশাকের অনুকরণে দামি সাটিন-শিফন, লেস এবং রিবন দিয়ে সুন্দর একটি জামা। পায়ে রয়েছে ওই একই জিনিস দিয়ে তৈরি জুতোও। সেটির সঙ্গে থাকছে জর্জের নাম এবং জন্মের তারিখ লেখা একটি বালিশ। আর তার জন্মের শংসাপত্রের একটি প্রতিলিপিও।
|
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে নিহত পুলিশকর্তার শেষকৃত্যে জঙ্গিদের হামলায় নিহত হলেন ৩৮ জন। তাঁদের মধ্যে অধিকাংশই পুলিশ। বৃহস্পতিবার সকালে চার ছেলেমেয়েকে নিয়ে বাজারে যাওয়ার সময়ে অজ্ঞাতপরিচয় জঙ্গিদের হানায় নিহত হন স্থানীয় থানার প্রধান মহিব উল্লাহ। আহত হয় তাঁর ছেলেমেয়েরাও। পরে মহিব উল্লাহের শেষকৃত্যে যোগ দিতে কোয়েটায় পুলিশ লাইনসে আসেন প্রাদেশিক পুলিশপ্রধান-সহ একাধিক কর্তা। কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেই অনুষ্ঠানে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। নিহত হন ডিজি ফৈয়াজ সুম্বল-সহ ৩৮ জন পুলিশ। অল্পের জন্য রক্ষা পান প্রাদেশিক পুলিশপ্রধান।
|
প্রাক্তন মার্কিন গুপ্তচর এডওয়ার্ড জে স্নোডেনের সঙ্গে মোহনদাস কর্মচন্দ গাঁধীর তুলনা করলেন মার্কিন কংগ্রেসের সদস্য জন লুইস। ফোন ও ইন্টারনেটে মার্কিন গোয়েন্দাদের নজরদারির তথ্য ফাঁস করায় আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম উঠেছে স্নোডেনের। প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রাটিক পার্টিরই সদস্য লুইস এক সময়ে ছিলেন মার্টিন লুথার কিংয়ের সহযোগী। তাঁর মতে, গাঁধীর মতোই স্নোডেন অহিংস অসহযোগ আন্দোলন করছেন।
|
এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় নিহত হয়েছেন চার জন সাধারণ মানুষ। টেক্সাসের ডালাস এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে প্রথমে দক্ষিণ-পশ্চিম ডালাসে হঠাৎই হামলা চালায় ওই বন্দুকবাজ। সেখানে আহত হন চার জন। পরে আহত সেই দুই ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে। বন্দুকবাজ পালায় নিকটবর্তী ডেসোটো এলাকায়। সেখানেও তার হামলায় আরও দু’জন নিহত হয়। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তবে আততায়ী সম্পর্কে তেমন কোনও তথ্য জানা যায়নি এখনও।
|
পূর্ব আফগানিস্তানের জালালাবাদে একটি সমাধিস্থলে বিস্ফোরণে ১০ জন মহিলা নিহত হয়েছেন। আফগানিস্তানে এখন ঈদ পালিত হচ্ছে। এই সময় প্রয়াত পরিজনের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান অনেক মুসলিমই। তবে বিস্ফোরণের কারণ কী তা জানাতে পারেনি পুলিশ। |