কবির প্রয়াণ দিবস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও রানিগঞ্জ |
শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন হল বৃহস্পতিবার। আসানসোল পুরসভার উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আসানসোলের রবীন্দ্র ভবন এলাকায়। রবি ঠাকুরকে শ্রদ্ধা জানান আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় রবীন্দ্র আবৃত্তি, সংগীত ও নাটক পরিবেশন করেন শিল্পী ও কলাকুশলীরা। এছাড়াও বার্নপুরের ভারতী ভবন ও কুলটির রবীন্দ্র ভবনেও দিনটি পালিত হয়েছে। রানিগঞ্জের চার নম্বর ওয়ার্ডে রানীসায়ের তৃণমূল আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এতে যোগ দেয় ৬২ জন খুদে শিল্পী। মাধ্যমিক পরীক্ষায় কৃতী আট জন পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। এ ছাড়া বিপিএল তালিকাভুক্ত নয় এমন একশোটি পরিবারের হাতে দশ কিলোগ্রাম করে চাল তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই আঞ্চলিক কমিটির সম্পাদক প্রকাশ মাহাতো। এ দিন রানিগঞ্জের সিহারশোল গ্রামে সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কবির প্রয়াণ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সন্ধ্যায় সংস্থার সুবর্ণজয়ন্তী মঞ্চে নানা অনুষ্ঠান উপস্থাপন করেন খুদে ও বড় শিল্পীরা।
|
যন্ত্রাংশ চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিদ্যুতের যন্ত্রাংশ চুরির অভিযোগে দু’টি পৃথক ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে কুলটি ও আসানসোল উত্তর থানার পুলিশ। গত ১২ জুলাই কুলটি সাব-স্টেশনের দরজা ভেঙে বেশ কিছু বিদ্যুতের সরঞ্জাম চুরি যায়। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে অভিযোগ জানানোর পরে তদন্তে নামে পুলিশ। বুধবার রাতে রফিক আনসারি নামে এক ব্যক্তিকে ধরা হয়। ধৃতের কাছ থেকে বেশ কিছু সরঞ্জামও উদ্ধার হয়েছে। রামজীবনপুর এলাকা থেকেও আসানসোল উত্তর থানার পুলিশ বিদ্যুতের সরঞ্জাম চুরির অভিযোগে সমর রুইদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
|
রান্না বন্ধ স্কুলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্কুলে মিড-ডে মিলের রান্না না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকেরা। বৃহস্পতিবার রূপনারায়ণপুরের একটি প্রাথমিক স্কুলের ঘটনা। জানা গিয়েছে, মিড-ডে মিল রান্নার দায়িত্বপ্রাপ্ত স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যেরা এ দিন রান্না করেননি। সালানপুরের বিডিও প্রশান্ত মাইতিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, স্বয়ম্ভর গোষ্ঠীর ওই সদস্যদের অভিযোগ, স্কুলের একজন শিক্ষিকা তাঁদের সাথে দুর্ব্যবহার করায় তাঁরা রান্না করেননি। বিডিও জানিয়েছেন, বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছ। মঙ্গলবার স্কুলের শিক্ষিকাদের ডেকে পাঠিয়ে আরও তদন্ত করা হবে।
|
ধর্ষণে ধৃতদের জেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন জনকে জেল হেফাজতে পাঠিয়েছেন আসানসোল আদালতের এসিজেএম। বুধবার এদের গ্রেফতার করে কুলটি থানার পুলিশ। স্থানীয় বহাল এলাকার বাসিন্দা ওই পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে এই তিনজন গণধর্ষণ করেছিল বলে অভিযোগ।
|
দুর্গাপুর
ফুটবল। নবারুণ ক্লাব।
আসানসোল
ফুটবল। রামসায়ের মাঠ। বিকাল ৪টা। |