টুকরো খবর
|
বাগানের নর্দমা থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বানারহাট |
রাতভর নিখোঁজ সবজি ব্যবসায়ীর দেহ উদ্ধার হল চা বাগানের নর্দমা থেকে। বুধবার বানারহাট থানার তেলিপাড়া চা বাগানে ঘটনাটি ঘটেছে। বাগানে পাতা তোলার সময় কয়েকজন শ্রমিক দেহটি দেখতে পান। নিহত যুবকের নাম জনক গোয়ালা (২২)। তাঁর বাড়ি তেলিপাড়া বাগান থেকে এক কিলোমিটার দূরে বানারহাট থানারই হলদিবাড়ি চা বাগানে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে, তাঁকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। হলদিবাড়ি বাগান থেকে ওই যুবক নিয়মিত বিকালে সাইকেলে সবজি নিয়ে বিন্নাগুড়ি বাজারে বিক্রি করতে যেত। সে পথে ঘটনাটি ঘটেছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “খুনের মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” গত মঙ্গলবার বিকালে তিনি বাগান থেকে সাড়ে পাঁচটা নাগাদ বার হন। তবে গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় তাঁর খোঁজাখুজি শুরু হয়। ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে তা অবশ্য পুলিশের কাছে পরিষ্কার নয়। জনকের বাবা কয়েক বছর আগে মারা যান। হলদিবাড়ি বাগানের স্কুল লাইনে শ্রমিকবস্তিতে মা সনিয়ারো সঙ্গে থাকতেন। সনিয়ারো বলেন, “ছেলের কোনও শত্রু ছিল না। কী হল তা বুঝতে পারছি না। সাইকল ও টাকার লোভেও খুন হতে পারে।” আদিবাসী বিকাশ পরিষদ নেতা লিওস হাসাপূর্তি বলেন, “ওই যুবক কারও সঙ্গে কোনও দিন ঝামেলায় জড়িয়েছে বলে জানা নেই। নেশাও করত না। সাইকেল, টাকার লোভে খুন হতে পারে।”
|
ধর্ষণে ধৃতদের জামিন খারিজ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেসরকারি একটি হোমের আবাসিক এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া জর্জ স্যামুয়েল এবং জনসন ইডির জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বুধবার তাদের আদালতে তোলা হয়। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা অফিসার এ দিন আদালতে কেস ডায়েরি নিয়ে আসেন। সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া বলেন, “জামিনের আবেদন করা হলে তা খারিজ করে দিয়েছে আদালত। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে।” আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধাননগর থানার পঞ্চনই সেতু এলাকার অগমসিং নগর এলাকার একটি হোমে দিনের পর দিন শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ পনের বছরের ওই আদিবাসী নাবালিকাকে। প্রায় আট বছর ওই হোমে থাকত মেয়েটি। বাড়ির লোকের অভিযোগ দু-তিন বছর থেকে তার ওপর শারীরিক ভাবে অত্যাচার করা হত। এরপরই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে ওই হোম থেকে উদ্ধার করা হয় মেয়েটিকে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মেয়েটিকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। এরপরেই এই দু’জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। অভিযুক্তদের দু’জনেই হোমের কর্ণধারের আত্মীয়। তাঁদের মধ্যে একজন ওই হোমেই থাকতেন। প্রায়ই তাঁরা শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতেন বলে অভিযোগ।
|
ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাত্রাতিরিক্ত হারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে মেয়রকে স্মারকলিপি দিল হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। বুধবার মেয়রকে স্মারকলিপি দেয় তারা। পাশাপাশি ফুটপাথ দখল করে ব্যবসার জেরে হিলকার্ট রোডের পাশে থাকা বড় দোকানগুলির ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে তাদের অভিযোগ। সেই সঙ্গে পার্কিংয়ের মতো বিভিন্ন সমস্যার কথাও জানান। দ্রুত এ সব সমস্যার সমাধানের দাবি জানান তারা। এ দিন মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “নতুন করে ট্রেড লাইসেন্স ‘ফি’ তালিকা তৈরি হয়েছে। কিন্তু বোর্ড মিটিং না হওয়ায় তা চালু করা যাচ্ছে না।” ইতিমধ্যে ফোসিনের তরফ থেকে ট্রেড লাইসেন্স ফি কমানোর জন্য আবাদন জানান হয়েছিল। হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিজয় গুপ্তা বলেন, “দীর্ঘদিন থেকে ফুটপাথ দখল করে ব্যবসা করছে অনেক ব্যক্তি। তাতে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।” মেয়র জানান, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও পুরসভার সদস্যদের নিয়ে একটি বৈঠক করা হবে। সেখানেই বিষয়গুলি আলোচনা করা হবে।
|
মারধর, নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় দাঁড়ানো গাড়ির চালকদের মারধর করার অভিযোগ উঠল আরপিএফ-এর বিরুদ্ধে। অভিযোগ মঙ্গলবার রাতে নতুন আইসি অরবিন্দ কুমার ঝার নেতৃত্বে এনজেপি এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়ির চালক এবং স্টেশন চত্বরে শুয়ে থাকা সব্জি বিক্রেতাদের একাংশকে মারধর করে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিবাদে বুধবার তাঁদের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান এনজেপি ট্যাক্সি ড্রাইভার প্রাইভেট কার ইউনিয়নের সদস্যরা। সংগঠন সভাপতি নৃপেন দাস বলেন, “অন্যায় ভাবে এই কাজ করেন আইসি। তিনি নিজে মদ্যপ ছিলেন।” ইউনিয়নের প্রায় ৪০০-৫০০ জন সদস্য এ দিন বিক্ষোভ দেখান। তারপরে ধৃত ৮ জনকে ছাড়া হয়। ছিলেন এক পরীক্ষার্থীও। শিলিগুড়িতে পরীক্ষা দিতে এসে গাড়ি না পেয়ে স্টেশন চত্বরে শুয়েছিলেন। আরপিএফ-এর আইসি অরবিন্দ কুমার ঝা বলেন, “পার্কিং এর নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখা হয়নি। তাই তাদের ধরা হয়।” চালক গোপাল রায়, রবি বসাক, আকবর আলিরা বলেন, “এ রকম চলতে থাকলে মেনে নেব না।”
|
পোস্টারে উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ডুয়ার্সের শামুকতলা থানার ডাঙ্গিবাজারে একটি চায়ের দোকানের বেড়ার পিছনের অংশে ‘বরোল্যান্ড’-এর দাবি সম্বলিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চড়াল। পোস্টারের নিচে ‘বড়ো পিপলস ফ্রন্ট’ নামে অসমের একটি সংগঠনের লেখা রয়েছে বলে পুলিশ জানাচ্ছে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ইংরেজিতে লেখা ওই পোস্টারটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে সেটি খুলে নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “পোস্টারটি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।” জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।” তবে পশ্চিমবঙ্গ বরো পিপলস ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুদ্র মন্ডল বলেন, “কারা ওই পোস্টার লাগাল সেটা প্রশাসনের দেখা দরকার।”
|
রাস্তার কাজ থমকে, দুর্ভোগে পথচারী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রাস্তার কাজ বন্ধ হওয়ায় আলিপুরদুয়ার শহরের বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে। বাসিন্দারা জানান, বক্সা ফিডার রোড সংস্কারের জন্য রাস্তা খোড়াখুঁড়ি করে পূর্ত দফতর। নতুন পিচের প্রলেপ দেওয়ার জন্য রাস্তার পুরোনো আস্তরণ উঠিয়ে দেওয়া হয়। পূর্ত দফতরের কার্য নির্বাহী বাস্তুকার তাপস সাহা বলেন, “বর্ষায় পিচের কাজ করতে সমস্যা হচ্ছে। ঈদের জন্য ছুটি নেওয়ায় কাজ বন্ধ। তবে দ্রুত কাজ শুরু হবে।” শহরের ৬ ওয়ার্ডের আরএসপির বিদায়ী কাউন্সিলর গৌতম তালুকদার বলেন, “নিউটাউন এলাকায় পিচের রাস্তা পূর্ত দফতর খুঁড়ে রেখে দিয়েছে। সম্প্রতি তারা কাজ বন্ধ করে দিয়েছে। বাইক-অটো, গাড়ি চালকরা সমস্যায় পড়ছেন। পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ওই রাস্তা তৈরির কাজ শুরুর করাটা খুবই দরকার।”
|
বিপাকে চাষিরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কাঁচা পাতার দাম পড়ে যাওয়ায় ক্ষুদ্র চা চাষিরা বিপাকে পড়েছেন দাবি করে চা পর্ষদের দ্বারস্থ হল নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক নিতাই মজুমদার জানান, বুধবার ওই দাবিতে তারা সেবক রোডে চা পর্ষদের দফতরে ডেপুটি ডিরেক্টর (চা উন্নয়ন)-কে স্মারকলিপি দেওয়া হয়। চা পর্ষদের ডেপুটি ডিরেক্টর কল্যাণ কুমার ভট্টাচার্য বলেন, “অধিকাংশ ক্ষেত্রে গুনগত মানের পাতা সরবরাহ করা হয় না বলেই সমস্যা থাকে। পাতার মান ঠিক থাকলে চাষিরা যাতে সঠিক দাম পান তা দেখা হবে।”
|
ট্রাকে হামলা, জখম চালক
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
নদীতে বালি তুলতে গিয়ে খুকরির আঘাতে জখম হলেন ট্রাক চালক। গত মঙ্গলবার দুপুরে ডুয়ার্সের ওদলাবাড়ির বাসিন্দা সুনীল লোহার ট্রাক নিয়ে ঘিস নদীতে বালি তুলতে গেলে সেখানে কিছু দুষ্কৃতী তাঁর উপর খুকরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বুধবার ট্রাক চালক সুনীল লোহার মালবাজার থানায় অভিযোগ দায়ের করেন। মালবাজারের এসডিপিও অরিন্দম সরকার জানান, তদন্ত চলছে।
|
যুবতী কনভেনশন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নারী নির্যাতন, হত্যার বিরুদ্ধে, সেই সঙ্গে মহিলাদের নিরাপত্তা নিয়ে আলোচনায় ১৮ অগস্ট শিলিগুড়িতে রাজ্য যুবতী কনভেনশন হচ্ছে। রাজ্য ডিওয়াইএফ-এর উদ্যোগে এই কনভেনশন। ১৯ টি জেলার প্রায় দুই শতাধিক প্রতিনিধি যোগ দেবেন বলে উদ্যোক্তারা জানান।
|
|