নতুন রূপে দুষ্প্রাপ্য জেলা গেজেটিয়ার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হারিয়ে যাওয়া, দুষ্প্রাপ্য জেলা গেজেটিয়ার নতুন করে প্রকাশনার কাজ শুরু করল পশ্চিমবঙ্গ জেলা গেজেটিয়ার বিভাগ। বিভাগটি উচ্চশিক্ষা দফতরের অধীন। বুধবার হাওড়া জেলার উপরে লেখা তেমনই একটি গেজেটিয়ার প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯০৯ সালে এলএসএস ও’ম্যালি ও মনোমোহন চক্রবর্তীর লেখা একটি গেজেটিয়ারকে নতুন করে প্রকাশ হল এ দিন। সপ্তাহের কাজের দিনগুলিতে বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিকাশ ভবনের নবম তলে এটি কিনতে পাওয়া যাবে বলে জানান ওই বিভাগের রাজ্য সম্পাদক নন্দিনী চক্রবর্তী। বিকাশ ভবনের একতলায় একটি বিক্রয় কেন্দ্র খুলে বইগুলি বিক্রির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান ব্রাত্যবাবু।
|
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ এ বার বামেদের হাত থেকে যাচ্ছে কংগ্রেসের দখলে। সিপিএমের আনিসুর রহমানের জায়গায় পিএসি-র চেয়ারম্যান হতে চলেছেন কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহনপাল। দু’বছর অন্তর সাধারণত বিধানসভার হাউস ও স্থায়ী কমিটিগুলিতে রদবদল হয়। এ বার স্থায়ী কমিটির বিষয়ে অবশ্য এখনও সিদ্ধান্ত হয়নি।
|