এই চিঠির প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্যপাল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আইনশৃঙ্খলার জন্য অভিনন্দন জানিয়েছেন। এখন দেখা যাচ্ছে, চিঠি লেখাকে তিনি অভ্যাসে পরিণত করেছেন।” দলীয় নেতৃত্বের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের গোটা পর্বে যখনই গোলমালের অভিযোগ উঠেছে, কাঠগড়ায় তোলা হয়েছে সরকারকে। এখন নির্বাচনকে যদি শান্তিপূর্ণ বলা হয়, তা হলে তার কৃতিত্বও রাজ্যকেই দিতে হবে।
অন্য দিকে বিরোধী দলগুলি শান্তিপূর্ণ নির্বাচনের তত্ত্বের তীব্র প্রতিবাদ করেছে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব বলেন, “আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই। তবে রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনার চেষ্টা করেছে, এটুকু বলা যায়।” পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়নি বলে দাবি করেছেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া এবং বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহও। |