|
|
|
|
গোলমাল নন্দকুমারে |
তৃণমূল কার্যালয়ে সিপিএমের পতাকা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূলের নির্মীয়মাণ দলীয় কার্যালয় সিপিএম দখল করেছেএই অভিযোগ ঘিরে বুধবার সকালে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের ব্যবত্তারহাটের তালপুকুর এলাকায়।
তমলুক শহরের সংলগ্ন তালপুকুর রেলগেটের কাছে গুড়িয়া-টেংরাখালি গ্রামে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ধারে তৃণমূলের একটি অস্থায়ী কার্যালয় ছিল। বর্তমানে সেখানে একটি পাকা ভবন তৈরি হচ্ছে। কয়েকমাস আগে ওই এলাকার তৃণমূলকর্মী বিজয় কর সিপিএমে যোগ দিয়েছিলেন। এ বার পঞ্চায়েত ভোটে বিজয়ের স্ত্রী মঞ্জু কর সিপিএম প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়লাভও করেছেন। এ ছাড়াও স্থানীয় ব্যবত্তারহাট পূর্ব ও পশ্চিম গ্রাম পঞ্চায়েত দু’টি তৃণমূলের হাতছাড়া হয়ে সিপিএমের দখলে এসেছে। বুধবার সকালে বিজয়বাবু স্থানীয় কয়েকজন সিপিএম সমর্থককে নিয়ে তৃণমূলের ওই দলীয় কার্যালয়ের সামনে সিপিএমের পতাকা তুলে দেন বলে অভিযোগ। সেই খবর চাউর হতেই তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা ছুটে আসেন। তাঁরা বাধা দিলে সিপিএম সমর্থকরা চলে যান। এরপরই ওই কার্যালয়ের সামনে থেকে সিপিএমের দলীয় পতাকা নামানোর দাবিতে তৃণমূলের সমর্থকরা হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ শুরু করেন। নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেন, “অসামাজিক কাজে জড়িত বলে অভিযোগ ওঠায় দলের কর্মী বিজয় করকে প্রায় সাত মাস আগে আমরা বাদ দিয়েছিলাম। সে এখন সিপিএমে যোগ দিয়ে আমাদের কার্যালয় দখলের চেষ্টা করছে।” ব্যস্ত সড়কে যানজট শুরু হলে খবর যায় পুলিশে। সেখান থেকে সিপিএমের নন্দকুমার জোনাল কমিটি খবর পেয়ে পতাকা খুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় দলীয় কর্মীদের। মিনিট পনেরোর মধ্যে এক দলীয় কর্মী এসে সিপিএমের পতাকা খুলে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সিপিএমের নন্দকুমার জোনাল কমিটির সম্পাদক হৃষীকেশ মাজী বলেন, ‘‘আমরা এই কাজ সমর্থন করি না। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই বিজয় কর আমাদের না জানিয়েই এটা করেছেন। দলীয় ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|