ফাইল লোপাটের নালিশে বন্ধ কাজ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে ফাইল লোপাটের অভিযোগ তুলে সাফাই কাজ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রানিগঞ্জের তিরাট পঞ্চায়েত কার্যালয়ের ঘটনা। যুব তৃণমূলের আসানসোল গ্রামীণ সভাপতি সুবীর বন্দ্যোপাধ্যায়ের দাবি, বুধবার দুপুরে ওই পঞ্চায়েতের সচিব অভিজিৎ রায় আলমারি খুলে সব ফাইল পাচার করার চক্রান্ত করেছিলেন। তাঁরা গিয়ে আলমারিতে তালা ঝুলিয়ে সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। আলমারির চাবি বিডিওর কাছে জমা দিতে বলেছেন। তবে সচিব অভিজিৎবাবু জানান, পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হবে। বিডিওর নির্দেশেই এ দিন তাঁরা সাফাই কাজ করছিলেন। তিনি বিডিওকে পুরো বিষয়টি জানিয়েছেন। বিডিও পার্থপ্রতিম সরকার জানান, নতুন বোর্ড গঠন হওয়ার আগে কার্যালয় পরিস্কার করার কথা। ওরা সেই কাজ করছিলেন। তবে এ ধরণের অভিযোগ ওঠায় তিনি জানিয়ে দিয়েছেন, একজন অফিসার যাবেন। তাঁর সামনেই সাফাই কাজ হবে।
|
সচিবের বিরুদ্ধে নালিশ, কাজ বন্ধ পঞ্চায়েতে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে ফাইল লোপাটের অভিযোগ তুলে সাফাই কাজ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রানিগঞ্জের তিরাট পঞ্চায়েত কার্যালয়ের ঘটনা। যুব তৃণমূলের আসানসোল গ্রামীণ সভাপতি সুবীর বন্দ্যোপাধ্যায়ের দাবি, বুধবার দুপুরে ওই পঞ্চায়েতের সচিব অভিজিৎ রায় আলমারি খুলে সব ফাইল পাচার করার চক্রান্ত করেছিলেন। তাঁরা গিয়ে আলমারিতে তালা ঝুলিয়ে দেন। সচিব অভিজিৎবাবু জানান, পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হবে। বিডিওর নির্দেশেই তাঁরা সাফাই কাজ করছিলেন। তিনি বিডিওকে পুরো বিষয়টি জানিয়েছেন। বিডিও পার্থপ্রতিম সরকার জানান, নতুন বোর্ড গঠন হওয়ার আগে কার্যালয় পরিস্কার করার কথা। ওরা সেই কাজ করছিলেন। এই অভিযোগের পর তিনি জানিয়েছেন, এ বার অফিসারের সামনেই সাফাই কাজ হবে।
|
রানিগঞ্জ থেকে আটক লোহা বোঝাই লরি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রায় ৫০ কেজি ছাঁট লোহা বোঝাই একটি লরি আটক করা হল রানিগঞ্জের লায়েকবাঁধ এলাকা থেকে। গ্রেফতার করা হয়েছে লরি চালক শঙ্কর হাজরাকেও। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জেনেছে, বন্ধ পড়ে থাকা রানিগঞ্জের বার্ন স্ট্যন্ডার্ড কারখানা থেকে দুষ্কৃতীরা ওই লোহাগুলি পাচার করছিল। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই কারখানা থেকে লোহা পাচারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে লরিটিকে আটক করা হয়। এ দিনই আসানসোলের কেডি সিংহ কোলিয়ারি লাগোয়া এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করে আসানসোল উত্তর থানার পুলিশ। ধরা হয়েছে চালক মৃগেন্দ্র নুনিয়াকেও।
|
চোলাই মদ বিরোধী প্রচার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গণ-সচেতনতা বাড়াতে চোলাই মদ তৈরি ও মাদক বিরোধী প্রচার করল আবগারি দফতরের বারাবনি সার্কেল ও বরাকর রেঞ্জ বিভাগ। বুধবার বারাবনি সার্কেলের ওসি নিখিল ভট্টাচার্য ও বরাকর রেঞ্জ প্রোটেকশন অফিসার সমীর ঘোষের নেতৃত্বে সালানপুর ও ডাবড় মোড় সংলগ্ন এলাকায় এই প্রচার অভিযান চালানো হয়। আধিকারিকেরা জানান, সালানপুর ব্লকের একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে চোলাই মদ তৈরি হয়। বিস্তীর্ণ অঞ্চলে মাদক সেবনের প্রবণতাও রয়েছে। মাদকের বিষক্রিয়ায় মারা যাওয়ার ঘটনাও ঘটছে। এসব থেকে সাধারণ মানুষ ও বাসিন্দাদের বিরত করার জন্য গণ সচেতনতা বাড়ানোর জন্যই এই অভিযান।
|
নতুন কেন্দ্র চালু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি সুসংহত শিশুবিকাশ কেন্দ্রের উদ্বোধন করলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। বুধবার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে সগড়ভাঙা ডেয়ারি মোড়ের কাছে এনএনবসু রোডের ধারে গড়ে ওঠা ওই কেন্দ্রটির উদ্বোধন করেন তিনি। পুরসভার ৪ নম্বর বোরো চেয়ারপার্সন শেফালি চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সুসংহত শিশুবিকাশ কেন্দ্রের স্থায়ী ভবনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
|
উত্ত্যক্ত করায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে ধরেছে রানিগঞ্জ থানার পুলিশ। ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগে জানিয়েছেন, প্রায়ই ওই যুবকেরা তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম মিলেছে। তাদের খোঁজ চলছে।
|
দখলের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
দিন কয়েক আগে উখড়ায় সিটুর কার্যালয়ের দখল নেওয়ার অভিযোগ উঠেছিল আইএনটিটিইউসির বিরুদ্ধে। তার প্রতিবাদে উখড়া গ্রাম-সহ সংলগ্ন এলাকায় মিছিল করে সিটুর কর্মীরা। |