|
|
|
|
সুয়োকার চোট, ওডাফা ফিট নন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এডে চিডি ফিট, ওডাফা ওকোলি নয়। মঙ্গলবার যুবভারতীতে দুই প্রধানের অনুশীলনের পর দু’দলের দুই তারকা স্ট্রাইকার সম্পর্কে এরকমই মনোভাব দুই কোচের।
নাইজিরিয়া থেকে ফিরে মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে নেমে পড়লেন চিডি। প্রথম দিন দেখেই তাকে বড় সার্টিফিকেট দিয়ে দিলেন মার্কোস ফালোপা। বললেন, “দেরিতে যোগ দিলেও ফিটনেসের দিক দিয়ে ভাল জায়গায় আছে চিডি। বলতে পারেন মিডিয়াম ফিটনেস।” সঙ্গে ব্রাজিলিয়ান কোচের সংযোজন, “আসল ব্যাপার হল চিডি বা পরে আসা কোনও বিদেশি কত তাড়াতাড়ি টিমের সঙ্গে মানিয়ে নিতে পারছে সেটাই দেখার।”
চিডি পুরো সময় অনুশীলন করলেও ওডাফা কিন্তু কিছুক্ষণ দৌড়োদৌড়ি করে বাড়ি চলে গেলেন। “পুরো ফিট নই বলে কোচের নির্দেশে শুধু দৌড়েছি।” যাওয়ার সময় বলেন মোহন-অধিনায়ক। |
যুগলবন্দির অপেক্ষা। লাল-হলুদে প্র্যাক্টিস শুরু চিডি-মোগার। ছবি: শঙ্কর নাগ দাস |
চিডি নিয়ে লাল-হলুদ কোচের স্বস্তির দিনে তাঁর চিন্তা বাড়ালেন সুয়োকা। এ দিন কাফ মাসলে চোটের জন্য অনুশীলনই করতে পারলেন না লাল-হলুদের জাপানি মিডিও। ফালোপার চিন্তার কারণ তাঁর পুরনো চোটের জায়গায় ফের চোট পাওয়া। যে জায়গায় চোটের জন্য গত বার ডেম্পোতে বহু ম্যাচ খেলতে পারেননি তিনি। কোনও ঝুঁকি না নিয়ে তাই অনুশীলন থেকে বাইরেই কোচ বসিয়ে রাখলেন সুয়োকাকে। ইস্টবেঙ্গলের অনুশীলন চলার সময় গোড়ালিতে চোট পেলেন গুরবিন্দর সিংহও। যদিও প্রকাশ্যে দুই ফুটবলারের চোট নিয়ে সেভাবে কিছু বলেননি ফালোপা। “দুজনের চোট খুবই সামান্য। আশা করছি দু তিন দিনের মধ্যেই আবার ওরা দলের সঙ্গে যোগ দিতে পারবে।” নতুন মরসুমে তাঁর সঙ্গে চিডি এবং সুয়োকার কম্বিনেশন জমবে এ দিন বলে দিলেন লাল হলুদের সুদানিজ স্ট্রাইকার। “আমি চিডির খেলার ধরন জানি। ও আমাকে জানে। সঙ্গে সুয়োকাও আছে। আমাদের কম্বিনেশন এ বার টিমের ইউ এস পি বাড়াবে।” মোগার সঙ্গে একমত চিডিও। অনুশীলনের পর বলছিলেন, “মোগার সঙ্গে খেলার জন্য অপেক্ষা করছি আমি। আমাদের জুটি সফল হবে।” এ দিন পাড়ার একটি ক্লাব বরাহনগর স্পোর্টিংয়ের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলল মোহনবাগান। কাতসুমি-ইচেরা জিতলেন ২-০ গোলে। ম্যাচে ফিট নন বলে খেলেননি ওডাফা। করিম বলছিলেন, “এখনও স্ট্র্যাটেজি তৈরি করা শুরু করিনি। বোঝাপড়ার উপর জোর দিচ্ছি।” মোহন-কোচ যা ইঙ্গিত দিলেন তাতে পরিষ্কার, এই সপ্তাহের শেষেই ট্রায়াল দিতে আসবেন দুই বিদেশি ফুটবলার। সরাসরি ওরা যাবেন আবাসিক শিবিরে। |
|
|
|
|
|