গোলমালে জড়ালেন আরামবাগের বন দফতরের চাঁদুর ডিভিশনের রেঞ্জ অফিসার ও বিট অফিসার। মঙ্গলবার সকালে দফতরেই মারপিট বাধে তাঁদের। দু’জনেরই চিকিৎসা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। রেঞ্জ অফিসার দিব্যেন্দু রাউতকে পরে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। দু’জনেই থানায় লিখিত অভিযোগ করেছেন। দফতরের কিছু টাকা খরচ নিয়েই গোলমালের সূত্রপাত বলে জানা গিয়েছে। হাওড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার (হাওড়া ও হুগলি জেলা নিয়ে ডিভিশন) গৌতম চক্রবর্তী বলেন, “দুই অফিসারের মনোমালিন্যের বিষয়টি কানে এসেছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” বিট অফিসার রবীন্দ্রনাথ মুর্মুর অভিযোগ, গ্রুপ ডি কর্মী এবং বনরক্ষীদের নিয়ে তাঁর উপরে চড়াও হন দিবেন্দ্যুবাবু। রেঞ্জ অফিসারকে মারধরের অভিযোগ মানেনি তিনি। দিব্যেন্দুবাবুর অভিযোগ, রবীন্দ্রনাথবাবু তাঁকে ঘুসি মেরেছেন।
|
রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জখম হল অষ্টম শ্রেণির এক ছাত্র। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে সিঙ্গুর স্টেশনের অদূরে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত অর্ণব বাগের বাড়ি সিঙ্গুর বিডিও অফিসের কাছে সাধুখাঁর মাঠ এলাকায়। সে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে পড়ে। এ দিন স্কুল ছুটির পরে সে রেল লাইন পার হচ্ছিল। সে সময়ে আপ তারকেশ্বর লোকাল স্টেশনে ঢুকছিল। অর্ণব তা খেয়াল করেনি। ট্রেনের চাকা তার পায়ের উপর দিয়ে চলে যায়। রেল পুলিশ এবং স্থানীয় লোকেরা অর্ণবকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ছেলেটিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
|
অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ার দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া স্টেশনের পশ্চিম কেবিনের কাছে বছর ষাটের ছিন্নভিন্ন ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রেলে কাটা পড়েছেন ওই মহিলা। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ আধিকারিকেরা এ দিন জানিয়েছেন। |