টুকরো খবর
মনরো-কেনেডি প্রেম নিয়ে নয়া তথ্য বইয়ে
হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেরিলিন মনরো নিজেই মার্কিন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডিকে জানিয়েছিলেন, ‘তোমার স্বামীকে ভালবাসি।’ প্রেসিডেন্ট নাকি পরিবার ছেড়ে চলে আসতে চান লাস্যময়ী অভিনেত্রীর কাছে। ঘর বাঁধতে চান দু’জনে এমন অনেক তথ্যই ফার্স্ট লেডির কানে দিয়েছিলেন মনরো। তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী মনরোকে বলেন, “খুব ভাল, তুমি বিয়ে করো জ্যাককে। চলে এস হোয়াইট হাউসে। ফার্স্ট লেডির দায়িত্ব নাও। সব সমস্যা গিয়ে পড়বে তোমার কাঁধে।” কেনেডি-মনরোর সম্পর্ক নিয়ে এমন নানা তথ্যে সম্ৃদ্ধ ক্রিস্টোফার অ্যান্ডারসনের লেখা ‘দিজ ফিউ প্রেশাস ডেজ: দ্য ফাইনাল ইয়ার অফ জাক উইথ জ্যাকি’ বইটি। এক ব্রিটিশ পত্রিকায় বইটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, মনরোর পুরোপুরি বিশ্বাস ছিল, প্রেসিডেন্ট তাঁর স্ত্রীকে ছেড়ে এসে তাঁকেই বিয়ে করবেন। আর ফার্স্ট লেডি আপাত ভাবে স্বামীর প্রেমিকাকে নিয়ে ভাবিত নন বোঝাতে চাইলেও প্রকৃতপক্ষে ওই সম্পর্ক নিয়ে যথেষ্ট উদ্বেগে ছিলেন বলে দাবি। এর মধ্যেই জানা গিয়েছে, মনরো-কেনেডির অবৈধ সম্পর্কের জাল ছড়িয়েছিল যেখানে, ক্যালিফোর্নিয়ার সেই বাড়িটির দর উঠেছে ১ কোটি ২০ লক্ষ ডলার।

ওয়াশিংটন পোস্টের মালিক বদল
ওয়াটারগেট দুর্নীতি ফাঁস করে এক দিন শোরগোল ফেলে দিয়েছিল তামাম আমেরিকায়। গ্রাহাম পরিবারের চার প্রজন্মের হাত ধরে পথ চলা শেষে বিক্রি হয়ে গেল সেই ওয়াশিংটন পোস্ট। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১ হাজার ৫১৯ কোটি টাকায় কিনে নিলেন বিখ্যাত এই মার্কিন দৈনিক। অনলাইনে খবরের কাগজ পড়ার চল ইদানীং এতটাই বেড়ে গিয়েছে যে আগের থেকে রাজস্ব আদায়ে ভাটা পড়েছিল পোস্টের। ফলে গত বছরের শেষ থেকেই কাগজ বিক্রি করার চিন্তাভাবনা শুরু হয়েছিল, জানিয়েছেন ক্যাথরিন গ্রাহাম। ওয়াশিংটন পোস্টের চার নম্বর প্রজন্মের প্রকাশক তিনিই। দফায় দফায় আলোচনার পর ঠিক হয়, আমাজনের প্রতিষ্ঠাতাই কিনবেন এই সংবাদপত্রের সত্ত্ব। তবে বেজোসের হাতে এখনই ছেড়ে দেওয়া হচ্ছে না পোস্টের মহামূল্যবান বাড়ি, অনলাইন পত্রিকা, বা বিদেশনীতির পত্রিকা। এর আগে খবরের কাগজের ব্যবসায় হাতেখড়ি হয়নি আমাজন কর্ণধারের। তবে প্রত্যেক দিনের কাজকর্মে তিনি যে বিশেষ নাক গলাবেন না, প্রথম দিনেই তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেফ। তাঁর বিশ্বাস, মালিকানা যতই বদলাক না কেন, পাঠকের প্রতি দায়বদ্ধতা বদলাবে না কাগজের।

পারভেজ মুশারফের শুনানি আরও পিছোল
প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের বিচারপ্রক্রিয়া পিছোল আরও কিছু দিন। রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী হামলায় খুন হন বেনজির ভুট্টো। সে সময় ক্ষমতায় ছিলেন মুশারফ। বেনজিরের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি, এই অভিযোগে পারভেজ মুশারফের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। কিন্তু তালিবান জঙ্গিরা তাঁর প্রাণনাশের হুমকি দিয়ে রেখেছে। রমজানের মধ্যে দেশে যাতে কোনও অশান্তি না ঘটে, তাই শুনানি কিছু দিন পিছিয়ে দেওয়ার আর্জি করেছিলেন মুশারফের আইনজীবী। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২০ অগস্ট।

ইয়েমেন ছাড়ার বার্তা
জঙ্গি হানার আশঙ্কায় সব মার্কিন নাগরিককে ইয়েমেন ছাড়ার পরামর্শ দিল আমেরিকার বিদেশ দফতর। ইতিমধ্যেই ইয়েমেনের রাজধানী সানা-সহ আরও কয়েকটি দেশে সব মিলিয়ে নিজেদের ২২টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দিয়েছে তারা। মঙ্গলবার মার্কিন বিদেশসচিব নতুন করে জারি করলেন এই সতর্কবার্তা। প্রায় একই পদক্ষেপ করেছে ব্রিটেনও। ইয়েমেনের দূতাবাস থেকে সব ব্রিটিশ কর্মীকে ফিরিয়ে আনা হয়েছে তাদের তরফে।

পুরনো খবর:
বন্দুকবাজের হানায় হত ৩
বন্দুকবাজের হানায় মৃত্যু হল তিন জনের। গুরুতর জখম অনন্ত পক্ষে ১০। সোমবার সকালের ঘটনা। পেনসিলভেনিয়ায় পুরসভার অফিসে তখন কাজ চলছে পুরোদমে। নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে বন্দুক হাতে গুলি চালাতে চালাতে হঠাৎই অফিস চত্বরে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। গুলির আঘাতে মৃত্যু হয় তিন জনের। তার পরে ওই বন্দুকবাজ নিজের গাড়ির কাছে ফিরে এসে অন্য অস্ত্র হাতে আবার ঢোকার চেষ্টা করে ওই অফিসে। তখনই অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলে। এখন পুলিশি হেফাজতে হাসপাতালে রয়েছে সে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.