টুকরো খবর
ভোট-সংঘর্ষে হত আরও ২
পঞ্চায়েত ভোট নিয়ে হামলায় দক্ষিণবঙ্গে চলে গেল আরও দু’টি প্রাণ। গণ্ডগোলে ছেদ পড়েনি সোমবারেও। ৩১ জুলাই রফিকুল গাজি (৩৬) নামে স্বরূপনগরের এক সিপিএম কর্মীকে তৃণমূল কর্মীরা গুলি করে বলে অভিযোগ। রফিকুলের ভাই জলিলেরও গুলি লাগে। রবিবার এসএসকেএম হাসপাতালে মারা যান রফিকুল। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে দফায় দফায় তেঁতুলিয়া-স্বরূপনগর রাস্তায় অবরোধ করেন স্থানীয় মানুষ। চতুর্থ দফার ভোটের আগের দিন, ২১ জুলাই ইসলামপুরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ বাধে। তৃণমূলের দাবি, সেই সময় তাঁদের কর্মী মেজাত আলি (২৩) জখম হন। এ দিন নীলরতন সরকার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ দিন হুগলির পাণ্ডুয়ার ভায়রা গ্রামে বিজয় মিছিল থেকে বেরিয়ে তৃণমূলের এক আদিবাসী নেতার বাড়ি ভাঙচুর করে স্ত্রী, কিশোরী মেয়ে এবং শ্যালিকাকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। পাণ্ডুয়ার সিপিএম বিধায়ক আমজাদ হোসেন বলেন, “পারিবারিক বিবাদেই ওই ঘটনা।”

এই সংক্রান্ত আরও খবর...


পুরনো খবর:

অধীরকে অভিনন্দন
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে একমাত্র মুর্শিদাবাদেই দুর্গ রক্ষা করতে পেরেছে কংগ্রেস। সোমবার তাই বহরমপুরের সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে ডেকে অভিনন্দন জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে হঠাৎই রেল প্রতিমন্ত্রীকে ডেকে সনিয়া বলেন, “অধীর, আমি খবর পেয়েছি, অনেক অভিনন্দন।” অধীরবাবু অবশ্য বলেন, “রাজ্যে সংগঠন বাড়াতে কংগ্রেসকে আরও পরিশ্রম করতে হবে।”

ভাড়া বাড়ানোর দাবি
পরিবহণমন্ত্রী মদন মিত্রের কাছে দরবার করে ফের বাসভাড়া বাড়ানোর দাবি জানাল বাস-মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। তবে মন্ত্রী জানিয়ে দেন, ভাড়া বাড়ানোর কথা ভাবছে না সরকার। তিনি বলেন, “এই মুহূর্তে সরকারের বাসভাড়া বাড়ানোর কোনও ভাবনাই নেই।”

সিপিএম পিছোল, বসছে সিপিআই
পঞ্চায়েত ভোট ফুরনোর আগেই পর্যালোচনার সময় বেঁধে দিয়েছিল সিপিএম। শেষ পর্যন্ত জেলা কমিটিগুলির পর্যালোচনা সম্পূর্ণ হবে না বলে সেই সময় পিছোতে হচ্ছে তাদের। ২২-২৩ অগস্ট কলকাতায় দলের রাজ্য কমিটি এবং ২৪-২৫ তারিখ বর্ধিত রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই সময় পঞ্চায়েত সমিতি গঠনের প্রক্রিয়া চলবে বলে জেলা স্তরে পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছেন কিছু জেলা নেতৃত্ব। তাই পিছিয়ে দেওয়া হচ্ছে বর্ধিত রাজ্য কমিটি। শুধু রাজ্য কমিটির বৈঠক হতে পারে ২২ তারিখ। তবে তার আগেই বাম শরিক সিপিআই ১৯-২০ অগস্ট রাজ্য কার্যনিবাহী পরিষদের বৈঠকে পঞ্চায়েত পর্যালোচনায় বসছে। সেখানে থাকার কথা প্রবীণ নেতা এ বি বর্ধনের। প্রবীর দেব, হিমাংশু দাসদের নেতৃত্বে সোমবারই পঞ্চায়েতে সন্ত্রাস, নারী নির্যাতনের প্রতিবাদে কলকাতায় গৌরীবাড়ি থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত মিছিল করেছে সিপিআই।

কারারক্ষী নিয়োগে পুলিশ বোর্ড
রাজ্যের জেলগুলিতে আর পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র মাধ্যমে রক্ষী নিয়োগ করা হবে না। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। রাজ্যের কারা দফতরের এক কর্তা বলেন, “কারারক্ষীদের কাজ পুলিশের মতোই। নিয়োগ পদ্ধতি অনেকটা একই ধরনের। তাই কারারক্ষী নিয়োগের ভার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হাতে দেওয়ার জন্য অনেক দিন ধরেই দফতরের তরফে আর্জি জানানো হচ্ছিল।” রাজ্যে কারারক্ষীর প্রায় ৭০০ পদ খালি রয়েছে।

বসুমতী সংবর্ধনা
দৈনিক বসুমতী পত্রিকা আত্মপ্রকাশের শতবর্ষ উপলক্ষে ওই সংস্থার পাঁচ জন বর্তমান এবং পাঁচ প্রাক্তন কর্মীকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। তথ্য-সংস্কৃতি দফতর সূত্রের খবর, আজ, মঙ্গলবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কর্মীদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেবেন। সংবর্ধনা দেওয়া হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মণিশঙ্কর মুখোপাধ্যায় (শংকর) এবং সঞ্জীব চট্টোপাধ্যায়কেও। রবীন্দ্র সদনে বুধবার থেকে দৈনিক বসুমতী পত্রিকা নিয়ে এক সপ্তাহের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

পঞ্চায়েত বোর্ডের বিজ্ঞপ্তি আজ
গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ কথা জানান। তিনি বলেন, “১৪ থেকে ১৯ অগস্ট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া চলবে।” সরকারি ভাবে ঠিক হয়েছে, পঞ্চায়েত সমিতি গঠনের নির্বাচন হবে ৩০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর এবং জেলা পরিষদ গঠনের দিন ধার্য হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.