সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের গ্রামগঞ্জ পঞ্চায়েতের নয়দাপাড়ার ঘটনা। দুই আহত সিপিএমকর্মীকে প্রথমে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্র ও পরে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেলে জমিতে ধান রোয়ার কাজ করছিলেন আজিজুল ইসলাম, তাঁর ছেলে জাইদুল ইসলাম ও ভাগ্নে ইসমাইল মোল্লা। অভিযোগ, সেই সময়ে দশ বারো জন তৃণমূল সমর্থকের একটি দল তাদের মাঠ থেকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। তাদের জখম অবস্থায় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজিজুল ও জাইদুলকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। আজিজুল বলেন, “আমরা সিপিএম করি। সেই অপরাধেই ওরা আমাদের মারধর করে।” সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তুষার ঘোষ বলেন, “ভোটের আগে থেকেই ওরা সন্ত্রাস চালাচ্ছিল। এখনও তাই করছে।” যুব তৃণমূলের জেলা সভাপতি কাইজার আহমেদ বলেন, “ওখানে আগে থেকেই রাজ ছিল সিপিএমের। এ বার আমরা জিতেছি। তাই ওরা নাটক করছে।”
|
মাঠে কাজ করার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে হিঙ্গলগঞ্জ থানার পাটঘরা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিত্ গাইন (২১)। সোনারপুর কলেজে বি এ ক্লাসের প্রথম বর্ষের ছাত্র ছিল বিশ্বজিত্। এ দিন সকাল ১১ টা নাগাদ বাবা-মায়ের সঙ্গে সে মাঠে গিয়েছিল রোপণ করতে। সেই সময়ে সে কিছুটা এগিয়ে গেলে সেখানেই বাজ পড়ে। বাজের আগুনে ঝলসে যায় সে। গুরুতর আহত অবস্থায় যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
|
এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের দাসেরচক গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মালতি দাস (২০)। এই ঘটনায় পুলিশের কাছে মৃতের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন মৃতের দাদা চিত্তরঞ্জন দাস। অভিযোগের ভিত্তিতে শাশুড়ি সুধারাণী দাসকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক।
|
দুই নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের কালিচরণপুর গ্রামের ঘটনা। সোমবার দুপুরে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই দুই নাবালিকার মা কৃষ্ণা মণ্ডল জানিয়েছেন, গত বৃহস্পতিবার তাঁর দুই মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নৌকাতে ধর্ষণের চেষ্টা করেন তাঁদেরই প্রতিবেশী কল্লোল মণ্ডল নামে এক ব্যক্তি। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
ফের মন্দিরে চুরির ঘটনা ঘটল বাদুড়িয়ায়। রবিবার রাতে বাদুড়িয়ার শ্রীরামপুর গ্রামে শশ্মান কালি মন্দিরের তালা ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। সোমবার সকালে পূজারি এসে দেখেন, মন্দিরের দরজা খোলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিমার গায়ে থাকা অলঙ্কার এবং পুজোর বাসন-সহ অন্যান্য আসবাবপত্র সব নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বারাসতের কামদুনিতে অটো বা অন্য কোনও যাত্রিবাহী যানবাহন চালানো যায় কি না, তা খতিয়ে দেখে ১০ দিনের মধ্যে রাজ্য মানবাধিকার কমিশনকে রিপোর্ট দেবেন রাজ্যের পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কলেজছাত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনার পরে প্রতিবাদে সরব হয়েছে কামদুনি। সেখানকার প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় গত সপ্তাহে মানবাধিকার কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে জানান, তাঁদের গ্রামে পানীয় জল, গাড়ি যাতায়াতের রাস্তা এবং বিদ্যুতের আলোর বন্দোবস্ত করতে হবে। ওই সব সমস্যা নিয়ে আলোচনার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পরিবহণসচিবকে ৫ অগস্ট ডেকে পাঠায় কমিশন। পরিবহণসচিব সোমবার বেলা পৌনে ১২টায় কমিশনে পৌঁছে যান। কামদুনির বাসিন্দাদের যাতায়াতের সমস্যা নিয়ে তিনি কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় এবং দুই সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণচন্দ্র শীল ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সৌরীন রায়ের সঙ্গে প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা করেন। পূর্বনির্ধারিত কাজ থাকায় এ দিন থাকতে পারছেন না বলে স্বরাষ্ট্রসচিব আগেই কমিশনকে জানান। এর পরে আলোচনার জন্য কমিশন যে-দিন ডাকবে, উপস্থিত হতে পারবেন বলে জানান তিনি। কমিশন সূত্রে খবর, ২০ অগস্ট স্বরাষ্ট্রসচিবকে ডাকা হয়েছে।
|
সোমবার উদ্বোধন করা হল শাসন-সহ মোট চারটি থানার। আমিনপুর (শাসন) ছাড়া বাকিগুলি হল মধ্যমগ্রাম এবং দত্তপুকুর থানা। পুরনো বারাসত থানা ভেঙে এই চারটি থানা করা হল। সোমবার আমিনপুরে নতুন থানাগুলির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ছিলেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ও। |