টুকরো খবর |
লগ্নি সংস্থার অফিস ঘেরাও পটাশপুরে
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অর্থ ফেরতের দাবিতে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার শাখা অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সংস্থার এজেন্ট ও আমানতকারীরা। পটাশপুর থানা এলাকার মংলামাড়ো বাজারে ওই সংস্থার শাখা অফিসে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ঘেরাও চলে। রবিবার রাতেই পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই সংস্থার আমানতকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা সঞ্চিত অর্থ ফেরত চাইলে সংস্থার শাখা অফিস থেকে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়। কিন্তু মাস দু’য়েক আগে সংস্থার অফিস বন্ধ করে উধাও হয়ে যান কর্মীরা। ওই সংস্থার আমানতকারী মংলামাড়োর বাসিন্দা সমরেশ সিংহ, ভগবানপুর গ্রামের বিশ্বজিৎ রায় বলেন, “রবিবার রাতে আমরা খবর পাই সংস্থার অফিসে থাকা অর্থ ও আসবাব গোপনে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তখন অফিস ঘেরাও করে থানায় অভিযোগ জানাই।” সংস্থার মংলামাড়ো শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার দেবোত্তম রানা বলেন, “সংস্থাটি ওড়িশার। শাখা অফিসও বন্ধ হয়ে যাওয়ায় আমরা কাজ ছেড়ে দিই। আমি নিজেও সংস্থায় সাত লক্ষ টাকা রেখে ভুগছি।”
|
নলকূপ অচল, মিড-ডে বন্ধ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
দুষ্কৃতীদের দৌরাত্ম্যে প্রাথমিক বিদ্যালয়ের নলকূপ অকেজো। তাই জলের অভাবে দশ দিন ধরে বন্ধ হয়ে রয়েছে স্কুলের মিড-ডে মিলের রান্না। তবুও নির্বিকার প্রশাসন। এগরা ১ ব্লকের কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের কৈঁথোড় প্রাথমিক বিদ্যালয়ের ওই ঘটনায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিসাধন দাস জানান, গত কয়েকমাস ধরে রাতে স্কুল চত্বরে কিছু দুষ্কৃতীরা মদ ও জুয়ার আসর বসায়। তারাই মদের ভাঙা বোতল, কাচের গ্লাস ফেলে নলকূপটিকে অকেজো করে দিয়েছে। হরিসাধনবাবু বলেন, “বিডিও ও বিদ্যালয় পরিদর্শককে ব্যবস্থা নেওয়ার আবেদন করা সত্ত্বেও কাজ হয়নি। নলকূপও মেরামত করা হয়নি। স্থানীয় হাইস্কুল বন্ধ থাকায় জল পাওয়া যাচ্ছে না। কিছু দূরের একটি নলকূপও অকেজো হয়ে পড়ে রয়েছে।” বিডিও গৌতম সান্যাল বলেন, “থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে প্রধান শিক্ষককে। পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত নলকূপ মেরামতির জন্য অর্থ খরচ করা সম্ভব হচ্ছে না। তবুও সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।” এগরা উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রঞ্জিতা দাস বলেন, “দূর থেকে জল নিয়ে এসে মিড-ডে চালু করার কথা বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে।”
|
এক দিনের কবিতা উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
এক দিনের কবিতা উৎসব হল কাঁথি বীরেন্দ্র স্মৃতিসৌধে। রবিবার সকালে উৎসবের উদ্বোধন করে বিশিষ্ট কবি সুবোধ সরকার বলেন, “পূর্ব মেদিনীপুর জেলা শুধু স্বাধীনতা আন্দোলনেই নয়, সাহিত্য ও সংস্কৃতিতেও অগ্রগণ্য। বিশেষ করে রাজ্যের লিটল ম্যাগাজিন আন্দোলনে পূর্ব মেদিনীপুর জেলার ভূমিকা প্রথম সারিতে। অনুষ্ঠানে বিশিষ্ট কবি-সাহিত্যিকদের মধ্যে বিনায়ক সরকার, নলিনীকান্ত বেরা, পার্থসারথি গায়েন, নারায়ণ সামাট, বিরূপাক্ষ পণ্ডা, প্রশান্ত প্রামাণিক, মনোরঞ্জন গোস্বামী, প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, সমরেন্দ্রনাথ দাস উপস্থিত ছিলেন। উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও সাহিত্যিকরা এসে নিজেদের লেখা পাঠ করেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক প্রশান্ত প্রামাণিক। অনুষ্ঠানে কবি নিত্যানন্দ পুরস্কার ও ঋষি বঙ্কিম স্মারক সম্মান ২০১৩ প্রদান করা হয়। বেশ কিছু কবিতার বই ও লিটল ম্যাগাজিন প্রকাশ করা হয়।
|
সিলিন্ডার ফেটে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃতের নাম মোহন মাইতি (২৫)। বাড়ি ভগবানপুর থানা এলাকার গুড়গ্রামে। সোমবার সকাল দশটা নাগাদ গুড়গ্রাম বাজারে ঘটনাটি ঘটে। আগুনে ওই ব্যবসায়ীর পাশের আরও দুটি দোকান পুড়ে গিয়েছে। বাজারে ওই ব্যবসায়ীর সাইকেল ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান ছিল। দোকানের একপাশে রান্নার বন্দোবস্ত ছিল। সোমবার সকালে দোকানে আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন মোহন। দোকানের শাটার খোলার পরই আচমকা সিলিন্ডারে বিস্ফোরন ঘটে। তাতে গুরুতর জখম হন তিনি। অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই প্রাথমিক ভাবে আগুন লেগেছিল।
|
ঘাটাল জেলে সুদীপ্ত
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
|
ঘাটাল আদালত চত্বরে সুদীপ্ত সেন |
ঘাটাল জেলে পাঠানো হল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। পাঁচ দিনের পুলিশি হেফাজতে থাকার পর সোমবার ফের ঘাটাল আদালতে তোলা হয়েছিল তাঁকে। ঘাটালের এসিজেএম ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিলে একটু মুষড়ে পড়েন সারদাকর্তা। এজলাস থেকে পুলিশ তাঁকে বের করে মিনিট দশেকের মধ্যেই নিয়ে যায় ঘাটাল উপ-সংশোধানাগারে। এদিকে সারদার কর্ণধার থাকবেন বলে জেলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ঘাটাল থানার পুলিশ ও জেলা পুলিশ যৌথ ভাবে পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে। পুলিশ সূত্রে খবর, অন্য আদালতে হাজিরার দিন না আসা পর্যন্ত সুদীপবাবু ঘাটাল জেলেই থাকবেন। |
|