|
|
|
|
প্রাপ্য চেয়ে ঠিকাশ্রমিকদের বিক্ষোভ হলদিয়ার কারখানায় |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মহার্ঘ ভাতা, প্রভিডেন্ট ফান্ড-সহ একধিক দাবিতে সোমবার হলদিয়ার দুর্গাচকের একটি ভোজ্য তেলের কারখানা কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। এ দিন সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে কারখানা চত্বর। বন্ধ হয়ে যায় উৎপাদনের কাজ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানা সূত্রে জানা গিয়েছে, হলদিয়া শিল্পনগরীর ওই ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থায় এখন ১৩টি ঠিকাসংস্থার প্রায় বারোশো শ্রমিক কাজ করে। শ্রমিকদের দাবি, মহার্ঘভাতা ও ওভার টাইমের নায্য টাকা তাঁদের নিয়মিত দেওয়া হয় না। তার উপরে একাধিক ঠিকাসংস্থা মালিকানা এক থাকা সত্ত্বেও সংস্থার নাম বদল করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকেরা। কেননা সংস্থার নাম পরিবর্তন হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি নিয়ে তাঁরা বিপাকে পড়তে পারেন। অভিযোগ, কারখানা কারখানা কর্তৃপক্ষ ও আইএনটিটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠনকে এ ব্যপারে জানিয়েও লাভ হয়নি। এ দিন তৃণমূলের ওই ঠিকা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হারুন রসিদ ও সম্পাদক আসমত আলি কারখানায় এলে শ্রমিকেরা মারধর করেন। তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শেখ আব্দুল গফুর, শ্রমিক বিশ্বজিৎ মাজি, শুভঙ্কর দাসদের অভিযোগ, “দীর্ঘ দিন ধরেই ডিএ, ওটির টাকা নিয়ে সমস্যা চলছিল। এর পরে আমাদের না জানিয়েই আমাদের কার্যকরী সভাপতি ও সম্পাদকের মদতে ও কর্তৃপক্ষের যোগসাজশে ঠিকাদার সংস্থাগুলি নাম বদল করেছে।” হারুন রসিদ অবশ্য বলেন, “ঠিকা সংস্থার নাম বদল হলেও শ্রমিকদের পাওনা নিয়ে কোনও অসুবিধা হবে না। আমরা বুধবার বৈঠকে বসার কথা বলেছিলাম। কিন্তু সিটুর ইন্ধন নিয়ে শ্রমিকরা এই কাজ করেছে।” সিটু অভিযোগ মানেনি। |
|
|
|
|
|