পরীক্ষা চলছিল বেলুড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। পরীক্ষার পরে দশম শ্রেণির এক ছাত্রী এবং তার দুই সহপাঠিনীকে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্কুল-কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই ঘটনায় স্কুলের বিরুদ্ধে বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের বক্তব্য, একটি ছাত্রী পালিয়ে যাওয়ায় ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাত্র।
পুলিশি সূত্রের খবর, দশম শ্রেণির ওই ছাত্রী জানিয়েছে, সোমবার সকাল ৮টায় পরীক্ষা শেষ হওয়ার পরে প্রধান শিক্ষক তাকে এবং তার দুই সহপাঠিনীকে অধ্যক্ষের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তখন অন্য এক ছাত্রীর অভিভাবকেরা বসে ছিলেন। সেই ছাত্রীটি গত ৩ অগস্ট চেন্নাইয়ে তার মায়ের কাছে চলে গিয়েছে।
দশম শ্রেণির ছাত্রীটির অভিযোগ, চেন্নাইয়ের ছাত্রীর চলে যাওয়ার পিছনে তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তুলে অধ্যক্ষ তাদের বকাবকি করতে থাকেন। তত ক্ষণে দশম শ্রেণির অন্য পড়ুয়ারা বাড়ি চলে গিয়েছে। ছাত্রীটি বলেন, “আমরা বারবার বলি, ওর চলে যাওয়ার বিষয়ে কিছু জানি না। আমাদের বাড়ির লোকেরা বাইরে অপেক্ষা করছেন। তাঁদের ডাকা হোক। কিন্তু ম্যাডাম, স্যারেরা শোনেননি।” টানা দেড় ঘণ্টা আটকে রেখে ওই তিন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ।
প্রধান শিক্ষক সুশোভন মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, “এক ছাত্রী তার পালিকা মায়ের কাছ থেকে পালিয়ে গিয়েছে। সহপাঠিনীরা ওই ব্যাপারে কিছু জানে কি না, তা জানতেই তার বাড়ির লোকেরা এসেছিলেন। অফিসঘরে আমাদের সামনেই তিন ছাত্রীকে ডেকে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলাম মাত্র। তা-ও মিনিট দশেকের জন্য।” |