|
|
|
|
কাশ্মীর |
কাকা প্রাক্তন জঙ্গি, পাসপোর্ট পায়নি কিশোরী
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
রীতিমতো পরীক্ষা ও ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন জম্মু ও কাশ্মীরের সুফাইরা জান। পেয়েছিলেন এক বছরের মার্কিন স্কলারশিপ। কিন্তু সরকারি ‘সৌজন্যে’ আপাতত তাঁর মার্কিন মুলুকে যাওয়াই অনিশ্চিত। কারণ এখনও পর্যন্ত পাসপোর্টই মেলেনি। সুফাইরার দাবি, তাঁর কাকা প্রাক্তন জঙ্গি। সে কারণেই পাসপোর্ট দেওয়া হয়নি তাঁকে।
বর্তমানে বদগামের একটি অনাথ আশ্রমের আবাসিক বছর পনেরোর সুফাইরা। কিন্তু অনাথ কৈশোরের যাবতীয় প্রতিকূলতার সঙ্গে লড়েই অর্জন করেছিলেন এক বছরের মার্কিন স্কলারশিপ। ভারত-মার্কিন ছাত্র আদানপ্রদান
|
সুফাইরা |
কর্মসূচির অন্তর্ভুক্ত সেই স্কলারশিপ পেতে গিয়ে গত মার্চেই চার চারটি পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হয় তাঁকে। বলাই বাহুল্য, সব কটাই সসম্মানে পেরিয়ে ছিলেন তিনি। আর তাতেই এসেছিল মার্কিন মুলুকের আমন্ত্রণবার্তা।
তার পরেই এপ্রিল মাসে স্কলারশিপের আবেদন জানান তিনি। কিন্তু অভিযোগ, পাসপোর্ট পেতে রাজ্যের যে ছাড়পত্র লাগে, তা দেয়নি সরকার। কারণ, সিআইডি রেকর্ডে সুফাইরার কাকার পরিচয় প্রাক্তন জঙ্গি। ১৯৯৫ সালে অবশ্য আত্মসমর্পণ করেছিলেন তিনি। তারও বছর তিনেক পর জন্ম সুফাইরার। কাশ্মীরের লড়াকু কিশোরীর অবশ্য প্রশ্ন, “আমার কাকা প্রাক্তন জঙ্গি, আত্মসমর্পণ করেছেন এবং এখন স্বাভাবিক জীবনযাপনও করছেন। কিন্তু সরকার কিছুতেই বুঝছে না এই পুরো বিষয়ে আমার অপরাধটা কোথায়? আমি তো জঙ্গি নই।” তবে হাল ছাড়ছেন না তিনি। বলছেন, “আমি সত্যি সত্যিই আমেরিকা যেতে চাই। সব পরীক্ষা পাশ করেছি। আমার বন্ধুরাও এখন আমার ভবিষ্যতের জন্য প্রার্থনা করছে।”
সোমবার সুফাইরার বিষয়টি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসেছে কাশ্মীর সরকার। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, “কাকার অতীতের জন্য ওঁকে পাসপোর্ট দেওয়া হবে না, এমনটা একদমই নয়। এ রকম সমস্ত নামঞ্জুরির ঘটনায় ছাড়পত্র দেওয়া হচ্ছে।” সিআইডি-র ইনস্পেক্টর জেনারেল বি শ্রীনিবাস অবশ্য জানিয়েছেন, সুফাইরা মাত্র মাস তিনেক আগেই পাসপোর্টের আবেদন জানিয়েছিলেন। যাচাইয়ের সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে এবং আর কয়েক দিনের মধ্যেই স্থানীয় পাসপোর্ট দফতরে পাকা চিঠি পাঠিয়ে দেওয়া হবে। শ্রীনিবাসের দাবি, “মেয়েটি পুলিশ এবং সিআইডি, দু’তরফ থেকেই ছাড়পত্র পেয়েছেন এবং আর কেউই তাঁকে পাসপোর্ট দিতে নিষেধ করতে পারবে না।”
প্রশাসনের প্রতিক্রিয়া শুনে কিছুটা স্বস্তি পেলেও পেতে পারেন সুফাইরা। তাঁর লড়াই আগেও সাফল্য এনেছে। দেরিতে হলেও এ বারও হয়তো আসবে সাফল্য। সেই আশাতেই আপাতত অনাথ আশ্রমের ছোট্ট ঘরে অপেক্ষারত সুফাইরা। |
|
|
|
|
|