সেলিমের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রশাসনের সঙ্গে ‘ছক কষে’ পঞ্চায়েত ভোটে বামফ্রন্টকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে মজফ্ফর আহমেদের ১২৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, “নানা ছক কষে, ফন্দিফিকির করে প্রশাসনকে কাজে লাগিয়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই মুখ্যমন্ত্রী আমাদের নিকেশ করেছেন।” তাঁর কথার সূত্র ধরেই বর্ধমানে পুরভোটের প্রচার সারলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন পুরপ্রধান আইনুল হক। তিনি বলেন, “আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। তৃণমূলের লোকেরা প্রকাশ্যেই বলছে, পুরভোটে প্রার্থী দিতে দেবে না। মানুষকে ভাবতে হবে, কী ভাবে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করবেন।”
|
বিএসসি পার্ট-৩ পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, মঙ্গলবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দফতর সূত্রে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ফল জানা যাবে। এ ছাড়া ৫৪২৪২ এবং ৫৬৯৬৯ নম্বরে ‘বিইউজিজি স্পেস রোল নম্বর’ লিখে এসএমএস পাঠিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। |