নিকাশি পরিকাঠামো উন্নয়নের জন্য রাস্তা খুঁড়ে পাইপ বসানো হয়েছিল। কিন্তু কাজ শুরু না হওয়ায় হাঁটাচলায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী। সোমবার এডিডিএ-র সিইও অন্তরা আচার্য কয়েক জন অধিকর্তাকে নিয়ে রানিগঞ্জ শহরের ওই বেহাল রাস্তাগুলি পরিদর্শন করে দেখেন।
রানিগঞ্জে এই পয়ঃপ্রণালীর কাজ শুরু হয়েছিল প্রায় বছর খানেক আগে। কিন্তু এত দিনেই তা শেষ হয়নি। রাস্তা সংস্কারও করা হয়নি। ফলে বড়বাজার, সি আর রোড, তিলক রোড, হুসেন নগর, হিলবস্তি, মহম্মদ আলি রোড এলাকায় বৃষ্টিতে কাদা জমা রাস্তায় হাঁটতে অসুবিধা হচ্ছে এলাকাবাসীর। সমস্যা হচ্ছে যান চলাচলেও। এ দিন অন্তরাদেবীর সঙ্গে ছিলেন রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র। এলাকা ঘুরে দেখার পর পুর দফতরের একটি বৈঠক হয়। অনুপবাবু জানান, এর আগে প্রিন্সিপল সেক্রেটারী মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। মুখ্যসচিব তাঁদের জানুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছিলেন। কিন্তু তা হয়নি। অনুপবাবু বৈঠকে এডিডিএ-র সিইওকে অনুরোধ করেন দ্রুত কাজ শেষ করার জন্য। অনুপবাবু বলেন, “সংসদ তহবিল থেকে আমরা ৪৪ লক্ষ টাকা পেয়েছি সাতটি রাস্তা সংস্কার করার জন্য। কিন্তু এই প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আমরা কাজ করতে পারছি না। সময় মতো কাজ শেষ না হলে ওই টাকা ফেরত চলে যাবে।” অন্তরাদেবী এ দিন কাজ দ্রুত শেষ করার জন্য একটি মনিটারিং কমিটি গঠন করেন। সেই কমিটিতে এডিডিএ, পুরসভা এবং এজেন্সীর তিনজন ইঞ্জিনিয়ার থাকবেন বলে তিনি জানান।
|