টুকরো খবর
লুডো নিয়ে মারপিট, জখম

লুডো খেলার সময় মারপিটে দুই পরিবারের চার জন জখম হলেন। সোমবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার রাখাকুড়া গ্রামে। রাখাকুড়া গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা আকবর মণ্ডলের অভিযোগ, সোমবার দুপুরে তাঁর ভাইপো হাফিজুল এবং প্রতিবেশী মমিতুল বাড়ির সামনে বসে লুডো খেলছিল। সেই সময় বচসা বাধে দু’জনের। অভিযোগ, মমিতুলের পরিবার থেকে মহিরুল এবং খৈরুল হাফিজুলকে মারতে থাকে। আকবরের দাবি, সেই সময় তাঁর এক কাকা মহসীন মণ্ডল নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাচ্চাদের বচসা থামাতে গিয়ে প্রহৃত হন তিনিও। তাঁর মাথা ফেটে গিয়েছে। পাঁচটি সেলাই হয়েছে। তাঁর স্ত্রী নাজেরা বিবিও বাধা দিতে গিয়ে মার খেয়েছেন। আকবর বলেন, “পড়শি দুই প্রতিবেশী নাবালকের খেলা নিয়ে সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্য রহিম মণ্ডল যেভাবে মহিরুলদের হয়ে পাথর ছুড়ছিলেন তাতে আমাদের পরিবার হতবাক।” খৈরুল দাবি করেন, “তৃণমূল কর্মীরা আমাকে মারধর করে।” আকবর জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। মহিরুলের দাবি, তৃণমূলের একদল সমর্থক তাঁর দাদা খৈরুলের বাড়িতে ঢুকে মারধর করেন। তাঁর দাদার হাতে আঘাত লেগেছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে।

প্রশাসনের দ্বারস্থ হলেন পঞ্চায়েত সদস্য
মহকুমাশাসকের সঙ্গে দেখা করে তৃণমূল হুমকি দিচ্ছে বলে অভিযোগ জানালেন কাঁকসার বনকাটি পঞ্চায়েতের সিপিএম সদস্য মৃণাল শিকদার। সোমবার তিনি দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে যান। বনকাটি পঞ্চায়েতে ১৩টি আসনের মধ্যে সিপিএম এবং তৃণমূল ৬টি করে এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী একটি আসনে জিতেছেন। সিপিএমের অভিযোগ, ওই নির্দল প্রার্থী বেঁকে বসায় পঞ্চায়েত দখল করতে সমস্যায় পড়ে তৃণমূল সিপিএমের প্রার্থী হিসেবে জয়ী মৃণালবাবুকে পদত্যাগ করতে বলছে। বাড়িতে চড়াও হয়ে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ দিন মহকুমাশাসকের সঙ্গে দেখা করে সবিস্তার জানান মৃণালবাবু। মহকুমাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, মৃণালবাবুকে বিষয়টি লিখিত ভাবে কাঁকসার বিডিও-কে জানাতে বলা হয়েছে। তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তৃণমূল যদিও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

শ্রমিকের মৃত্যু
ইস্পাত কারখানায় গলিত লোহা গায়ে পড়ে আহত শ্রমিকের মৃত্যু হল বেসরকারি হাসপাতালে। কাঁকসার বাঁশকোপায় এক বেসরকারি কারখানায় শনিবার জখম হন ঠিকা শ্রমিক রবিকুমার সিংহ (২২)। বাড়ি জেকে নগরে। রবিবার রাতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সোমবার তাঁর প্রতিবেশীরা কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানান। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা ক্ষতিপূরণ বাবদ সাত লক্ষ টাকা মৃতের পরিবারের হাতে তুলে দিতে সম্মত হয়েছেন।”

নির্যাতনে ধৃত স্বামী
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাম মহম্মদ তাহরি আলম। ধৃতের স্ত্রী, কুলটি থানার সুন্দরচক এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা অভিযোগ করেন, ২০০৪ সালে ২১ অগস্ট তাঁর সঙ্গে ওই ব্যক্তির বিয়ে হয়। মাস কয়েক আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে কুলটি থানার পুলিশ কলকাতার এন্টালি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আনে।

নতুন শ্রেণিকক্ষ
পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কালিপাহাড়ি মুক্ত প্রাথমিক বিদ্যালয়ে সোমবার একটি অতিরিক্ত শ্রেণিকক্ষ চালু হল। সর্বশিক্ষা অভিযান থেকে পাওয়া প্রায় চার লক্ষ টাকায় এই কক্ষ ও আনুসাঙ্গিক পরিকাঠামো তৈরি হয়েছে বলে স্কুল সূত্রে খবর। উদ্বোধন করে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় পুরসভার তরফে স্কুলের উন্নয়নে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন।

রেললাইনে দেহ

রেললাইন থেকে ক্ষতবিক্ষত যুবকের দেহ উদ্ধার করেছে আসানসোল রেলপুলিশ। সোমবার সকালে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে কালিপাহাড়ি স্টেশনের কাছে আপ ও ডাউন লাইনের মাঝ থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম সুরেশ মাহাতো (২২)। বাড়ি হিরাপুর থানার বার্নপুরের মল্লিকপাড়ায়।

কয়লার লরি আটক

অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করেছে বারাবনি থানার পুলিশ। রবিবার রাতে তোতারাম মোড় এলাকায় লরির চালক নিজামুদ্দিন শেখকে গ্রেফতারও করা হয়। এই কয়লা পাচারের অভিযোগে আরও চার জনকে খুঁজছে পুলিশ।

বেতন বৃদ্ধির দাবি
বেতন বৃদ্ধির দাবিতে রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায় বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। সোমবারের ঘটনা। তাঁদের দাবি, সরকার নির্ধারিত নূন্যতম বেতন পাচ্ছেন না এবং অন্যান্য কারখানায় বেতন বাড়লেও তাঁদের বেতন বাড়ছে না। বিষয়টি খতিয়ে দেখা বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

কোথায় কী

দুর্গাপুর


শ্রাবণ সন্ধ্যা। দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অব কালচার, সি-জোন। সন্ধ্যা ৬টা। রম্যবীনা।

ফুটবল ফাইনাল। ট্রাঙ্ক রোড ময়দান। বিকাল সাড়ে ৩টে।

আসানসোল

ফুটবল প্রতিযোগিতা। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠ। বিকাল ৪টা।

ফুটবল। মহিশীলা ৩ নম্বর মাঠ। বিকাল ৪টা।

বারাবনি

ফুটবল প্রতিযোগিতা। ইটাপাড়া। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.