টুকরো খবর
কংগ্রেস ছেড়ে যোগ তৃণমূলে
পুরভোটের মুখে দলবদল শুরু হল আলিপুরদুয়ারে। রবিবার কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান দীপক দে তৃণমূলে যোগ দিয়েছেন। আলিপুরদুয়ার তৃণমূল ভবনে দলবদলের ঘটনাটি ঘটেছে। তৃণমূলের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অনিল অধিকারী ও রাজ্য যুব তৃণমূলের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী ছাড়া দলের নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূল নেতাদের দাবি, দীপকবাবু ছাড়াও যুব কংগ্রেস নেতা শঙ্কর দেব মুখোপাধ্যায় এ দিন যোগ দিয়েছেন। সৌরভবাবু বলেন, “আরও অনেকে যোগাযোগ করছেন।” দীপক বলেন, “কংগ্রেসে যোগ্য সম্মান পাচ্ছিলাম না। দল ছাড়তে বাধ্য হলাম।” বিদায়ী পুর প্রধান তথা টাউন ব্লক কংগ্রেস সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় এ দিন বলেন, “যাঁরা দল ছাড়ছে তাঁরা দলে কোনও সাংগঠনিক পদে ছিলেন না। অনেক দিন নিষ্ক্রিয় ছিলেন। এর জন্য কংগ্রেসের ক্ষতি হবে না।”

সারানোর দাবিতে রাস্তা অবরোধ
দ্রুত মেরামতির দাবিতে জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগরে রবিবার দুপুরে দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। এদিন দুপুর ১টা নাগাদ মোহিতনগর রেল গেট এলাকায় অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক বেহাল দশায় বলে বাসিন্দারা অভিযোগ করেছেন।
জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় জাতীয় সড়কে রবিবার ছবিটি তুলেছেন সন্দীপ পাল।
খানাখন্দে ভরা রাস্তায় যানবাহনের চাকা পড়ে গোটা এলাকায় ধূলো ছড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দু’ঘণ্টা ধরে অবরোধ চলার পরে জেলা প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা। দ্রুত রাস্তা মেরামতি না হলে ফের অবরোধ করা হবে বলে এ দিন বাসিন্দারা হুমকি দিয়েছেন। বাসিন্দাদের অবরোধে জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ যানজট নিয়ন্ত্রণ করলে, জাতীয় সড়কে চলাচল স্বাভাবিক হয়। বাসিন্দারা জানান, জাতীয় সড়ক দ্রুত না সারালে ফের অবরোধ হবে।” পথে নেমেছেন বাসিন্দারা।

ঈদে উৎসব নয় পাহাড়ে
ঈদের নমাজ তাঁরা পড়বেন। কিন্তু, পৃথক গোর্খাল্যান্ডের দাবির প্রতি নৈতিক সমর্থন জানিয়ে ঈদের উৎসবে অংশ নেবেন না পাহাড়ের মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ। ইসলামি সংগঠন অঞ্জুমান-ই-ইসলামিয়ার নির্বাহী সদস্য আলি আখতার বলেন, “পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে যে বিক্ষোভ-আন্দোলন চলছে, তাকে আমরা সমর্থন করি। তাই আগামী ৯ অগস্ট ঈদের দিনে শুধুমাত্র নমাজ সেরেই পালন করব। অন্য বছরের মতো সন্ধেবেলায় ভোজ বা নতুন পোশাক কিনে উৎসবে সামিল হওয়া এ বার বয়কট করা হবে।” পাহাড়ে লক্ষাধিক মুসলিমের বাস। গত ৯ জুলাই থেকে দার্জিলিঙেও রোজা পালন শুরু হয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার সংখ্যালঘু শাখার সম্পাদক আলি আখতারের কথায়, “শুধু মুসলিমরাই নন, পাহাড়ের অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করছেন।” তাদের সংখ্যালঘু শাখায় ১৫টি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে বলে মোর্চা সূত্রের খবর।

প্রতিবাদে অবরোধ
বধূ নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ধরার দাবিতে অবরোধে বাসিন্দারা। রবিবার আলিপুরদুয়ারের শান্তিনগরে এই ঘটনাটি ঘটেছে। আলিপুরদুয়ার-শামুকতলা, কামাখ্যাগুড়ি, বারবিশা-ভাটিবাড়ি ও অসম রুটে গাড়ি চলাচল বিঘ্নিত হয়। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে দু’ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। নির্যাতিত ওই বধূর নাম সোমা সাহা। বাপের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। আট মাস আগে আলিপুরদুয়ার শান্তিনগরে ব্যবসায়ী যুবক সুমন সাহার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর টাকা ও নানা জিনিসপত্রের দাবিতে সোমার উপর অত্যাচার শুরু হয়। মাস ছয়েক আগে সোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ দিন বধূর পরিবারের তরফে তাঁর স্বামী, শাশুড়ি-সহ ১২ জনের নামে আলিপুরদুয়ার থানায় অভিযোগ হয়। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পথ অবরোধ করেন।

শিক্ষকদের সম্মেলন
আগামী ডিসেম্বরে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন শিলিগুড়িতে হচ্ছে। রবিবার সংগঠনের তরফে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এ কথা জানানো হয়। তাঁরা জানিয়েছেন, আগামী ২৭-২৯ ডিসেম্বর দীনবন্ধু মঞ্চে ওই সম্মেলন হবে। অসরপ্রাপ্ত শিক্ষকদের পেশনশন অবিলম্বে চালুর দাবি তুলেছেন তাঁরা। সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, “সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন এ বছর শিলিগুড়িতে হবে। ইতিমধ্যেই শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি তুলেছি আমরা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.