দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জখম হলেন পাঁচ জন। শনিবার সন্ধ্যায় বাঘমুণ্ডি থানার বহড়াতলায় একটি যাত্রিবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয় মোটরবাইক সওয়ারি হিরালাল মাহাতোর (৩০)। ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসঁওয়া জেলার নিমডি থানার দয়াপুরে তাঁর বাড়ি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় পাথরডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। রবিবার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর নিতুড়িয়া থানার সরবড়ি মোড়ের কাছে লরি ও একটি গাড়ির সংঘর্ষে পাঁচ জন জখম হন। গাড়িটি বেসামাল হয়ে রাস্তার পাশে একটি সাইকেল স্ট্যান্ডে ঢুকে পড়ে। ক্ষিপ্ত বাসিন্দারা ওই গাড়ির চালককে মারধর করে। জখম ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
|
স্ত্রী ‘খুনে’ ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রঞ্জিত গরাই পাত্রসায়রের বালসির বাসিন্দা। রঞ্জিতের বাড়ি থেকে বুধবার তাঁর স্ত্রী টুকটুকি গরাইয়ের দেহ উদ্ধার হয়। নিহতের বাবা ধ্রুবকুমার গরাই মেয়েকে খুন করা হয়েছে বলে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনার পরে গা ঢাকা দিয়েছিলেন রঞ্জিত। শনিবার পুলিশ তাঁকে ধরে। রবিবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
দু’টি দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জয়পুর ও খাতড়া |
প্রাকৃতিক কর্ম সারতে গিয়ে রাতের অন্ধকারে কুয়োয় পড়ে মৃত্যু হল তিলকা ওঝা (৭৫) নামে এক বৃদ্ধার। শনিবার পুরুলিয়ার জয়পুর থানার নতুনডি গ্রামের ঘটনা। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়। অন্য দিকে, খাতড়ায় পাহাড়ের একটি গাছে গলায় দড়ির ফাঁস দেওয়া এক যুবকের ঝুলন্ত দেহ মিলল। শনিবার দেন্দুয়া এলাকার ঘটনা। মৃতের নাম জগন্নাথ মুর্মু (২০)। খাতড়ার শালবনি গ্রামে তাঁর বাড়ি। দেহটি ময়না তদন্তে পাঠায় পুলিশ। |