টুকরো খবর |
ব্যারাকপুরে ফের আক্রান্ত পুর-প্রধান, বাড়িতে বোমা
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
আগেও হামলা হয়েছে একাধিক বার। শনিবার গভীর রাতে ফের বোমাবাজি হল ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের বাড়িতে। তবে বোমায় কেউ জখম হননি। অভিযোগ, শনিবার রাত ১২টা নাগাদ নোনাচন্দনপুকুর বাজারে পুর-চেয়ারম্যান তথা ব্যারাকপুরের যুব তৃণমূল নেতা উত্তম দাসের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বাড়ির দেওয়ালে লেগে দু’টি বোমা ফাটে। এ বারের পঞ্চায়েত নির্বাচনে ব্যারাকপুরের পর্যবেক্ষক ছিলেন উত্তমবাবু। খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক রবিবার উত্তমবাবুর বাড়ি যান। তিনি বলেন, “সিপিএমের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক রং না-দেখে দোষীদের ধরতে বলেছি প্রশাসনকে।’’ উত্তমবাবু বলেন, ‘‘জনা দশেক দুষ্কৃতী কালো কাপড়ে মুখ ঢেকে মোটরবাইকে চেপে আমার বাড়ির সামনে জড়ো হয়েছিল। তাদের হাতে ছিল রড ও অন্য অস্ত্র। চিৎকার-চেঁচামেচি শুরু হওয়ায় তারা বাড়ির দেওয়ালে বোমা ছুড়ে পালায়।” তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠেছে, এটা সিপিএমের দুষ্কৃতীদের কাজ, নাকি দলেরই গোষ্ঠী-দ্বন্দ্বের শিকার হলেন পুর-প্রধান? বিধানসভা নির্বাচনের পরে ব্যারাকপুর শহরে সমাজবিরোধীদের দাপট বাড়তে থাকায় প্রতিবাদ করেছিলেন উত্তমবাবু। এর আগেও কয়েক বার তাঁর উপরে হামলার চেষ্টা হয়েছিল। ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িত তোপদার বলেন, ‘‘ঘটনাটি খুব উদ্বেগজনক। যথাযথ তদন্ত হওয়া উচিত।’’ রবিবার ঘোলার বিলকান্দায় এক তৃণমূল নেতার বাড়িতে ঢুকে তাঁর মাকে মারধর করা হয় বলে অভিযোগ।
|
তৃণমূল কর্মীর বাড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাতে বসিরহাট থানার পিঁফার খিদিরপুর গ্রামে মফিজুল গাজি নামে এক তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন লাগে। তৃণমূলের দাবি, মফিজুল তাদের দল করায় সিপিএমের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ অস্বীকার করে সিপিএমের দাবি, ঘটনায় রাজনৈতিক রং লাগিয়ে গণ্ডগোল বাড়াতে চাইছে তৃণমূল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে খিদিরপুর গ্রামে তাল পাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা ও মারামারি হয়। আহত মফিজুলের স্ত্রী রোকেয়া বিবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এ দিন গভীর রাতে মফিজুলের বাড়িতে আগুন লেগে রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে যায়। মফিজুলের বৃদ্ধা মা নছিমন বেওয়া আহত হন। প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করেন। তাঁরাই জল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
মিনাখাঁয় সিপিএম ছেড়ে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গ্রামসভায় জয়ী সিপিএম প্রার্থী কয়োকশো অনুগামীকে নিয়ে যোগ দিলেন তৃণমূলে। রবিবার সকালে মিনাখাঁর পশ্চিম জয়নগরের নলথা গ্রামে এক জনসভায় এক্রামূল গাজি নাম ওই সিপিএম নেতা তৃণমূলে যোগ দেন। তাঁর কথায়, “আমি গ্রামের উন্নয়নের কাজ করার জন্য সিপিএমের প্রার্থী হয়েছিলাম। এখন বুঝতে পারছি কাজ করতে গেলে তৃণমূল করতে হবে। তাই তৃণমূলে যোগ দিয়েছি। যদিও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, পঞ্চায়েতে ক্ষমতা দখল করতেই তৃণমূল তাঁদের জেতা প্রার্থীকে দলে টেনেছে। প্রসঙ্গত, মিনাখাঁ পঞ্চায়েতে ২০টি আসনের মধ্যে, সিপিএম এবং তৃণমূল দু’দলই ৯টি করে আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ২টি। এই অবস্থায় সিপিএমের একজন দলত্যাগ করায় পঞ্চায়েতে ক্ষমতা দখল করতে সুবিধা হবে তৃণমূলের।
|
মাটিতে পোঁতা দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
চাষ করতে গিয়ে মাটির তলা থেকে অজ্ঞাতপরিচয় এক জনের দেহ মিলল সন্দেশখালিতে। রবিবার বসিরহাটের সন্দেশখালি থানার দক্ষিণ আখড়াতলা হাড়দাড়াপাড়ার মন্দিরবাড়ির কাছে ঘটনাটি ঘটে। জমির আলের তলায় দেহটি পোঁতা ছিল। পুলিশ দেহটির ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল ১১টা নাগাদ চাষ করতে গিয়ে জমির মালিক আলের পাশে পোঁতা অবস্থায় ওই দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ঘটনাটি জানান। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বছর পঁয়তিরিশের ওই ব্যক্তিকে কয়েক দিন আগে অন্যত্র খুন করে ওই জমিতে পুঁতে দেয় দুষ্কৃতীরা।
|
অটো-ম্যাটাডর সংঘর্ষে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • জয়নগর |
অটো-ম্যাটাডর সংঘর্ষে মৃত্যু হল অটোচালক ও এক যাত্রীর। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কুলতলি-জয়নগর রোডে মোল্লারচক মোড়ের কাছে। অটোর পাঁচ জন জখম যাত্রীকে স্থানীয় জামতলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত অটোচালকের নাম রজ্জাক শেখ (৩৮) ও মৃত যাত্রীর নাম মনিরুল গাজি (৩০)। দুর্ঘটনার পর জখম মনিরুলকেও জামতলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে চিকিৎসক না থাকায় যথাযথ পরিষেবার অভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এসইউসি বিধায়ক তরুণ নস্কর। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম। গাড়ি দুটি আটক করা হয়েছে। ম্যাটাডরের চালক পলাতক।
|
‘শ্লীলতাহানি’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বছর তেরোর নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে, বারুইপুর থানার মাদারহাটে। ধৃতের নাম সঞ্জীব দে ওরফে সোনা। পুলিশ জানায়, সঞ্জীববাবু স্থানীয় একটি ক্লাবের সদস্য। এ দিন তিনি কয়েক জনকে নিয়ে ওই নাবালিকার বাড়িতে যান। নাবালিকার পরিজনেরা জানান, তখন বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে সঞ্জীববাবু ওই নাবালিকার শ্লীলতাহানি করেন। ঘটনার পরে সঞ্জীববাবুকে গ্রেফতারের দাবিতে স্থানীয়েরা পথ অবরোধ করেন। জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “অভিযোগের ভিত্তিতেই সঞ্জীববাবুকে গ্রেফতার করা হয়েছে।”
|
অবরোধ, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রবিবার ঘোলা থানা ঘেরাও ও পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দা এবং মৃতার পরিজনেরা। পুলিশ জানিয়েছে, গত ২৭ জুলাই ঘোলা বোর্ডঘরের বাসিন্দা বছর তেরোর বর্ষা মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার ঘর থেকে। বর্ষার পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক যুবক তাকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে খুন করেছে। বাপি নামে ওই যুবককে পুলিশ গ্রেফতার করলেও তদন্ত ঠিক মতো হচ্ছে না। পুলিশ অভিযোগকারীদের স্বচ্ছ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
সাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম উত্তম শিকদার (২৮)। শনিবার রাত ন’টা নাগাদ হাবরার হাটথুবা ঘোষপাড়ার যশোহর রোডে ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি জানাপুল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, একটি গেঞ্জি কারখানায় কাজ করে বাড়ি ফিরছিলেন তিনি। বনগাঁগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারলে সে ছিটকে পড়ে। হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিত্সকেরা।
|
তড়িদাহত হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
তড়িদাহত হয়ে মৃত্যু হল এক জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে টিভি দেখবেন বলে হারবার নগরথুবার বাসিন্দা অরুণ দাস (৩০) বাড়িতে টিভির কেব্ল তার লাগাতে গিয়েছিলেন। তখন তড়িদাহত হয়ে পড়েন তিনি। হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।
|
সাংসদ অসুস্থ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নরুল ইসলাম। শনিবার রাতে হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় ইএম বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
|
পাকা রাস্তা চেয়ে বিক্ষোভ |
মাটির রাস্তা পাকা করার দাবিতে রবিবার সকালে বিক্ষোভ দেখালেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার মানিকতলা-খোশদেলপুর এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় কাউন্সিলর অমলকৃষ্ণ দে রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
|
ভারতীয় সেনাদের সম্মান |
|
ছবি: সুদীপ ঘোষ |
আগামী ১৫ অগস্ট সুদূর সিয়াচেন বেসক্যাম্পে পতাকা উত্তোলন ও ভারতীয় সেনাদের সম্মান জানাতে মোটরসাইকেলে রওনা দিলেন সুকন্যা পাল ও জয়ন্ত বিশ্বাস। দলটিতে থাকবেন মোট চার জন অভিযাত্রী। যাত্রাপথে তাঁরা অতিক্রম করবেন প্রায় ২৫০০ কিলোমিটার। রবিবার বারাসতের সুভাষ ইনস্টিটিউট হল থেকে ‘ইন্ডিয়ান ইনডিপেন্ডেস রাইড’ নামে এই যাত্রার সূচনা করলেন বিধানসভার মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়। |
|