যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল স্টেশনের দক্ষিণদিকে একটি টিকিট কাউন্টারের। সেই দাবি মেনে ২০১১ সালে একটি টিকিট কাউন্টার তৈরি করে রেল। কিন্তু আজও তা যাত্রীদের জন্য চালু করা হয়নি। অগত্যা আগের মতই রেললাইন পেরিয়ে বা ওভারব্রিজ টপকে ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া টিকিট কাউন্টারে টিকিট কেটে ফের ২ অথবা ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরতে হচ্ছে। এই অবস্থা ক্ষুব্ধ যাত্রীরা।
হাওড়া-খড়্গপুর শাখায় বীরশিবপুর রেল স্টেশনের দক্ষিণ দিকে নতুন ওই টিকিট কাউন্টার। কিন্তু তৈরির পর দু’বছর ধরে তা বন্ধ। |
বন্ধ সেই টিকিট কাউন্টার। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
যাত্রীদের চাপ বাড়ায় টিকিট কাউন্টারটি তৈরির পরেও তা চালু না হওয়ায় সমস্যা থেকেই গিয়েছে। আগের কাউন্টার থেকে টিকিট কাটতে গিয়ে ঘটছে ট্রেন মিসের ঘটনাও। যাত্রীদের অসুবিধা সত্ত্বেও টিকিট কাউন্টারটি চালু না করায় রেলের উপরে ক্ষুব্ধ যাত্রীরা। বীরশিবপুরের বাসিন্দা তপন সেন বলেন, “ ওভারব্রিজ পার হয়ে টিকিট কেটে ট্রেন ধরতে গিয়ে বহুবার ট্রেন ফেল করতে হচ্ছে। বিশেষ করে বাচ্চা, বৃদ্ধ ও মহিলাদের কষ্ট করে ওভারব্রিজ পার হতে হয়। বিপদের ঝুঁকি নিয়ে রেললাইন পার হয়েও অনেকে আসেন ১ নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাটতে।” শ্যামল মান্না অন্য আরেক বাসিন্দা নামে বলেন, “ভদ্রলোকে তো টিকিট ফাঁকি দিয়ে ট্রেনে চড়তে পারে না। কিন্তু ট্রেন আসার ঘোষণার পরে টিকিট কাটতে গিয়ে অনেকে ট্রেন মিস করেন।”
দক্ষিণদিকের নবনির্মিত টিকিট কাউন্টারটি চালু করার ব্যাপারে বীরশিবপুর রেল স্টেশন মাস্টার সুখদেব হাজরা বলেন, “টিকিট কাউন্টারটি চালু হওয়ার ব্যাপারে উপরমহলে আমি জানিয়েছি। কিন্তু এখনও কোনও নির্দেশ আসেনি। তাই চালু করা হচ্ছে না।” |