|
|
|
|
কংগ্রেস বিধায়কের বাবার বিরুদ্ধে তদন্ত,
রাজস্থানে বদলি হলেন এসপি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আইএএস অফিসার দুর্গাশক্তি নাগপালের সঙ্গে কোথাও যেন মিল রাজস্থানের জৈসলমেরের পুলিশ সুপার পঙ্কজ চৌধুরির। বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সাসপেন্ড হয়েছেন উত্তরপ্রদেশের আইএএস অফিসার দুর্গাশক্তি নাগপাল। আর এক বিধায়কের বাবার বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়ায় পঙ্কজকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। এ বার অভিযোগের তির কংগ্রেসের দিকে। এই নির্দেশের বিরুদ্ধে পথে নেমেছেন জৈসলমেরের বাসিন্দারা। পালন হয়েছে বন্ধও।
|
পঙ্কজ চৌধুরি |
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজস্থানের পোখরানের কংগ্রেস বিধায়ক সালে মহম্মদের বাবা গাজি ফকিরের বিরুদ্ধে চোরাচালান, জমির অবৈধ লেনদেন-সহ বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু পুলিশ কখনওই গাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। পাঁচ মাসে আগে জৈসলমেরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন আইপিএস পঙ্কজ চৌধুরি। এর পরই এলাকায় মদ মাফিয়া এবং পর্যটন শিল্পে দালালদের রমরমা বন্ধ করতে উদ্যোগী হন তিনি। ৩১ জুলাই গাজির বিরুদ্ধে বন্ধ হয়ে থাকা তদন্ত ফের শুরুরও নির্দেশ দেন। এ নিয়ে সালে মহম্মদের সঙ্গে পঙ্কজের কথা কাটাকাটি হয় বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এর পরেই গত ২ অগস্ট পঙ্কজের বদলির নির্দেশ আসে। তাঁকে পুলিশ ট্রেনিং সার্ভিসেস কম্যান্ডান্ট হিসেবে অজমেরের কৃষ্ণগড়ে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্পেশ্যাল পুলিশ ব্রাঞ্চের অফিসার কৈলাস মেঘওয়াল। তবে এ নিয়ে প্রশ্ন করা হলে পঙ্কজ রাজনৈতিক ষড়যন্ত্রের কথা মানতে চাননি। বরং তিনি বলেন, “যদিও আমি গাজির বিরুদ্ধে তদন্ত ফের শুরু করার নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই বদলির নির্দেশ এসেছে। তবুও আমি বিশ্বাস করি, এটা একটা রুটিন বদলি। আমাদের চাকরির ক্ষেত্রে যে কোনও সময়ে এ রকম নির্দেশ আসতেই পারে।”
পোখরান পুলিশের রেকর্ড বলছে ১৯৬৫ সালে গাজির বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয়। কিন্তু ১৯৮৪ সালে অদ্ভূত ভাবে গাজির বিরুদ্ধে পুলিশের খাতায় থাকা সব রেকর্ড হারিয়ে যায়। ১৯৯০ সালে ফের তদন্ত শুরু হলেও ২০০১ সালে এক অতিরিক্ত পুলিশ সুপার গাজির বিরুদ্ধে সব তদন্ত বন্ধের নির্দেশ দেন।
সালে মহম্মদ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেন, “আমার বাবার এখন ৮০ বছর বয়স। তিনি চোখে দেখতে পান না। কানেও কম শোনেন। গত তিন দশকে বাবার বিরুদ্ধে কখনও কোনও কুকর্মের অভিযোগ ছিল না।” গাজির বিরুদ্ধে পুলিশের রেকর্ড থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি অস্বীকার করেন। বরং তিনি পাল্টা দাবি করেন,“বাবার বিরুদ্ধে পুলিশের খাতায় কোনও চার্জশিটই নেই।” পঙ্কজের বদলি প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বাবার বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে চাইলে আমি শুধু শুধু এক জন অফিসারকে বদলি করার জন্য চাপ দেব কেন? আমি তো পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টেই মামলা করতে পারি।” তাঁর ও তাঁর বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিজেপি ও আরএসএসের ষড়যন্ত্রের ফল বলেই জানিয়েছেন সালে। সালের ভাই আবদুল্লা ফকির জৈসলমেরের জেলাপ্রধান। তিনিও দাদার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
রাজস্থানের মুখ্যসচিব সিকে ম্যাথিউ জানিয়েছেন, তিনি এ বিষয়ে বিশেষ কিছু জানেন না। তবে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেই এ ধরনের বদলির নির্দেশ দেওয়া হয় বলেই জানিয়েছেন তিনি। রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্যসচিব অশোক সম্পতরাম এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
তবে এত সহজে পিছু হটতে রাজি নন জৈসলমেরের বাসিন্দারা। পঙ্কজের বদলির নির্দেশ যাতে ফিরিয়ে নেওয়া হয় তাই সেই দাবিতে পথে নামেন শহরের ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী আর পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। জেলা কালেক্টরের কাছে তাঁরা একটি আবেদন পত্রও জমা দেন। পালন হয় বন্ধও। |
|
|
|
|
|