টুকরো খবর |
আগুনে মৃত মা-শিশু
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলা ও তাঁর ছয় মাসের কন্যার। শুক্রবার রাতে মালদহের বালুটোলা গ্রামের এই ঘটনায় মৃতার নাম সারেখা বিবি (২২) ও রিয়া খাতুন (৬)। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, জ্বলন্ত কুপি থেকে রাতে ঘরে আগুন লেগে যায়। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান কুপির আগুন থেকেই এই দুর্ঘটনা। তবে তদন্ত শুরু হয়েছে। বাইরে থেকে কেউ ঘরে আগুন লাগিয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুটোলা গ্রামের বাসিন্দা রেনাউল হক ও সারেখা বিবির দুই কন্যা সন্তান। ঘটনার দিন সারেখা বিবির বড় মেয়ে ঘরের বাইরে বারান্দায় ঘুমিয়েছিল বলে তার কোনও ক্ষতি হয়নি। মৃতা মহিলার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। সম্প্রতি দুই কন্যা সন্তানকে নিয়ে সারেখা বিবি একই গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন। তবে তাঁর বাবা-মা চিকিৎসা করাতে বিহারে যাওয়ায়, দুই মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলেন সারেখা বিবি। শুক্রবার গভীর রাতে আগুন লাগার ঘটনা টের পেয়ে পড়শিরা এসে বারান্দায় শোয়া সারেখা বিবির বড় মেয়েকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। ঘরের ভেতর থেকে মা-মেয়ের দেহ উদ্ধার করা হয়।
|
ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল এক মেডিক্যাল পড়ুয়ার বিরুদ্ধে। অনির্বাণ পাল নামে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ওই ছাত্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রী। শনিবার মহিলা থানায় অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনা হয়েছে। এ দিনই অভিযুক্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেল থেকে গ্রেফতার করা হয়। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্ত পাল বলেন, “ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে গ্রেফতার করেছি।” বিগত এক বছর ধরে বিভিন্ন সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীটির সঙ্গে ওই যুবক সহবাস করেছেন বলে অভিযোগ। কিন্তু গত কয়েক দিন থেকে বিয়ের কথা বললেই ওই ছাত্র যুবতীকে এড়িয়ে চলছিল। বারবার কথা বলতে চেয়ে ব্যর্থ হয়ে শনিবার বিকেলে শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীটি। অভিযুক্তে ছাত্রের বাড়ি বর্ধমানে। তাঁর বিরুদ্ধে কলেজেও নানা রকমের অভিযোগ রয়েছে বলে কলেজেরই একাধিক ছাত্রছাত্রী জানিয়েছে। একাধিক ছাত্রীর সঙ্গে সম্পর্ক রাখায় অভিযোগকারিণীর সঙ্গে তাঁর কয়েক দফায় ঝামেলাও হয় বলে জানা গিয়েছে। তারপর থেকে ছাত্রটি তাঁকে হুমকি দিতেন বলেও পুলিশকে জানিয়েছে অভিযোগকারিণী।
|
নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ মিলল
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
চলন্ত ট্রেন থেকে নিখোঁজ হওয়া মালদহের ইঞ্জিনিয়ার সাগ্নিক পালের দেহ মিলল। অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের কাছে রেললাইনের ধার থেকে শুক্রবার গভীর রাতে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার দেহটি শনাক্ত করেন সাগ্নিকের স্ত্রী শ্বেতা এবং আত্মীয়েরা। এ দিনই ময়না-তদন্তের পরে দেহ নিয়ে তাঁরা মালদহের উদ্দেশে রওনা হন। শ্বেতার বাবা তাপস সরকার এ দিন দেহটি শনাক্ত করার সময়ে নেল্লোরের হাসপাতালে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ট্রেন থেকে পড়ে সাগ্নিক মারা গিয়েছে বলে অন্ধ্রপ্রদেশ পুলিশ আমাদের জানিয়েছে।” শনিবার সকাল অবধি সাগ্নিকের মৃত্যুর খবর জানানো হয়নি তাঁর মা ও বাবাকে। ফলে, ছেলে নিখোঁজ হয়েছে ধরে নিয়েই এ দিন ইংরেজবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। কল্যাণবাবু বলেন, “শনিবারই একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে সাগ্নিকের বাড়ি থেকে। তাঁর বাবা অভিযোগ দায়ের করেছেন। তবে, সাগ্নিকের মৃত্যুর খবর পেয়েছি আমরা।” পুলিশ সূত্রের খবর, বেঙ্গালুরুতে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য গত সোমবার সন্ধ্যায় মালদহ টাউন স্টেশন থেকে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসের বাতানুকূল কামরায় (বি-৩) উঠেছিলেন সাগ্নিক ও তাঁর স্ত্রী শ্বেতা সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কামরায় তিন অবসরপ্রাপ্ত সেনাকর্মীও ছিলেন। তাঁরা সাগ্নিককে জোরাজুরি করে মদ্যপান করান। তা নিয়ে স্ত্রী শ্বেতার সঙ্গে সাগ্নিকের কথা কাটাকাটিও হয়েছিল। বুধবার সকালে চেন্নাই স্টেশনে ঘুম ভেঙে শ্বেতাদেবী দেখেন সাগ্নিক তাঁর বার্থে নেই।
|
কো-অর্ডিনেশনই হারিয়েছে: মুকুল
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবির মধ্যে রাজ্যে একমাত্র জলপাইগুড়িতেই জেলা পরিষদ ধরে রাখতে পেরেছে বামফ্রন্ট। বামফ্রন্টের ‘নামমাত্র’ সেই সাফল্য সম্ভব হয়েছে ভোট গণনার সময়ে কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের ‘কারচুপি’র দৌলতে শনিবার আলিপুরদুয়ার সার্কিট হাউসে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তাঁর অভিযোগ, জলপাইগুড়ির জেলা পরিষদ পর্যায়ের গণনার সময়ে ‘ব্যাপক কারচুপি’ হয়েছে। দলের জেলা-নেতাদের কাছ থেকে এমনই রিপোর্ট পেয়েছেন তিনি। মুকুলবাবু বলেন, “আমার কাছে দলীয় নেতারা অভিযোগ করেছেন, গণনার সময় কো-অর্ডিনেশন কমিটির সদস্যেরা ব্যাপক কারচুপি করেছেন। জেলা পরিষদের গণনা হয়েছে বেশি রাতে। সেই সময়েই এই কারচুপি হয়েছে।” যুব তৃণমূলের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা যথাযথ জায়গায় অভিযোগ জানাবেন। মুকুলবাবুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন কো-অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা সম্পাদক অপূর্ব বসু। তিনি বলেন, “আমরা রাজনৈতিক সংগঠন নই। জলপাইগুড়িতে ফল খারাপ হতেই আঙুল উঠল আমাদের দিকে!”
|
প্রহৃত সিপিএম কর্মীরা, নালিশ তৃণমূলের নামে
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
সিপিএমের ৮ জন সমর্থকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের একাংশের বিরুদ্ধে। শুক্রবার রাতে তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি-২ এলাকায় ঘটনাটি ঘটেছে। সিপিএমের অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূলের ওই সমর্থকরা হামলা চালান। পরপর ওই সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়। ওই দলের ৫ জন সমর্থককেও তারা মারধর করেন বলে অভিযোগ। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তমসের আলির অভিযোগ, “নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করার অপরাধেই ওই ৮ সমর্থকের বাড়ি ভাঙচুর করে। একটি ক্লাবও ভাঙচুর করা হয়। মারধরে জখম ৫ জনকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।” তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের তুফানগঞ্জ ১ ব্লক সভাপতি ফজল করিম মিঁয়া বলেন, “পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। শুক্রবার রাতে ওই রকম কোনও ঘটনা হয়েছে বলে জানি না। বৃহস্পতিবার রাতেই বরং সিপিএমের লোকেরা ওই এলাকায় আমাদের লোকদের মারধর করেছে। ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
|
দুর্ঘটনায় মৃত্যু শিশুর
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির ভেতরে ঢুকে যাওয়ায় মৃতু্য হয়েছে এক শিশুর। শুক্রবার রাতে আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জ এলাকার এই ঘটনায় মৃতের নাম রিয়া ভৌমিক (৩)। পুলিশ জানিয়েছে, বাসটি দ্রুত গতিতে থাকায় উড়ালপুলে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাড়িতে ধাক্কা মারে। টিনের ঘরের দেওয়াল ভেঙে বাসটি ঘরে ঢুকে যায়। ঘরের ভেতরে থাকা তিন বছরের রিয়া বাসের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরে উদ্ধারকাজ দেরিতে শুরু হওয়ার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা রাতে বিক্ষোভ দেখান।
|
বিএড পড়ুয়াদের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
কাল, সোমবার বিভিন্ন বিএড কলেজে পরীক্ষা। অথচ শনিবার পর্যন্ত অ্যাডমিট কার্ড না পাওয়ায় পথে নামল ফালাকাটার বিএড ছাত্রছাত্রীরা। শনিবার দুপুরে ভূতনিরঘাটের কাছে ফালাকাটা-ধূপগুড়ি পূর্ত সড়ক অবরোধ করেন বিএড কলেজের পরীক্ষার্থীরা। ৪ ঘণ্টার অবরোধে কোচবিহার- শিলিগুড়ি যাতায়াতের বহু গাড়ি আটকে পড়ে। পুলিশ ছাত্রছাত্রীদের বোঝাতে ব্যর্থ হয়। পরে বাস যাত্রীদের অনুরোধে সন্ধ্যায় অবরোধ ওঠে। |
|