রিমঝিম রিমঝিম বৃষ্টির তালে
ব্যাঙেদের জলসাটা জমে যায় খালে।
সোনা ব্যাঙ, কোলা ব্যাঙ কুনোদের ছা
দুই পাড়ে জুড়ে দেয় রেগা-মাপা-গা।
ঝি, বউ নিয়ে যত ঝিঁঝিদের দল
মেতে ওঠে একই ভাবে ফিরে পেয়ে বল।
চিকচিক ঝিকঝিক জোনাকির আলো
পরিবেশ করে রাখে বেশ জমকালো।
ফোঁসফাঁস ঢোঁড়াসাপ বড় বেয়াদপ
হুটহাট জলসায় ঢুকে পড়ে সব।
বর্ষার খালপাড়ে তাই লাগে ভয়
রাত্তিরে মোটেও তা নিরাপদ নয়।
কুলুকুলু, গ্যাঙগ্যাঙ ঝিঁঝি-ঝিঁঝি-ঝিঁ
খালপাড়ে জলসায় যাব নাকো ছিঃ! |
ও মেঘ, তোমার ভাগ্য ভাল,
আকাশটাকে মা পেলে,
ভাসতে ভাসতে বেড়িয়ে আসার
কত শহর-গাঁ পেলে।
বাতাস তোমার হাওয়াই গাড়ি,
তেল-ডিজেলের খরচা নাই,
দিন-রাত্তির বেড়াও ভেসে,
পড়াশোনার চর্চা নাই।
কেবল ভাসা এবং ভাসা,
এ ছাড়া তো কাজ দুটি,
হুড়ুম-গুড়ুম আওয়াজ করা,
বৃষ্টি ঝরা, ব্যস ছুটি।
|